‘ঢিনচ্যাক পূজাকে’ মনে পড়ে! কোটিতে কামান এখন, কোন রহস্যে জানেন?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Apr 08, 2024 | 6:52 PM
Dhinchak Pooja: ঢিনচ্যাক পূজাকে মনে আছে? বেসুরো গান গেয়ে রাতারাতি যিনি হয়ে গিয়েছিলেন ভাইরাল। ভূবন বাদ্যকর অথবা রানু মন্ডলের মতোই মানুষের বিস্মৃতির আড়াকে চলে গিয়েছেন সেই কবেই।
1 / 8
ঢিনচ্যাক পূজাকে মনে আছে? বেসুরো গান গেয়ে রাতারাতি যিনি হয়ে গিয়েছিলেন ভাইরাল। ভূবন বাদ্যকর অথবা রানু মন্ডলের মতোই মানুষের বিস্মৃতির আড়াকে চলে গিয়েছেন সেই কবেই।
2 / 8
আড়ালে গেলেও হারিয়ে যাননি পূজা। বরং যত দিন গিয়েছে ততই অগোচরে বেড়েছে তাঁর 'প্রভাব'! আজ ৩০ বছর বয়সী পূজার সম্পত্তির পরিমাণ ও বিলাসবহুল জীবনযাত্রা রীতিমতো তাক লাগিয়ে দেবে আপনাকে।
3 / 8
কীভাবে এত সম্পত্তির মালিক হলেন তিনি? কী করেন এখন? টিভিনাইন বাংলার এই প্রতিবেদনে রইল বিস্তারিত। ঢিনচ্যাক পূজার জন্ম উত্তরপ্রদেশে। বছর সাতেক আগে সে সময় ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম হয়নি।
4 / 8
সেই সময় হঠাৎই ভাইরাল হয় 'সেলফি ম্যায়নে লে লিয়া' নামক একটি গান! গান না বলে র্যাপ বলা ভাল। যদিও গান-র্যাপের সাধারণ ব্যাকরণও মানা হয়নি সেখানে। গেয়েছিলেন এই পূজাই। কথায় বলে, যে কোনও ধরনের প্রচারই দিনের শেষে পরিচিতি এনে দেয়।
5 / 8
তাই কটাক্ষের শিকার হয়েও ভাইরাল হয়ে গিয়েছিলেন পূজা। তাঁকে নিয়ে চতুর্দিকে শুরু হয়েছিল ব্যাপক আলোড়ন। ২০১৭ সালে বিগবসেও অংশ নিয়েছিলেন পূজা। মাথায় উকুন থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
6 / 8
এরপর আরও এক রিয়ালিটি শো'য়ে অংশ নিয়েছিলেন তিনি। যদিও কোনও রিয়ালিটি শো-য়েই আর জেতা হয়নি তাঁর। ঢিনচ্যাক কিন্তু মাটি আঁকড়ে পড়েছিলেন। মোটেও হারিয়ে যাননি তিনি।
7 / 8
সামাজিক মাধ্যমে আজও তিনি সক্রিয়। ইনস্টাগ্রাম ও ইউটিউব মিলিয়ে এই মুহূর্তে তাঁর ১৫ লক্ষেরও বেশি অনুরাগী। সেখান থেকে নিয়মিত পোস্ট করেন তিনি। এ ছাড়াও রয়েছে ব্র্যান্ড কোলাবরেশন। সেখান থেকেও ভাল আয় হয় তাঁর।
8 / 8
তবে র্যাপ করা তিনি ছাড়েননি। সংখ্যা কমিয়ে দিলেও আজও বের হয় তাঁর নতুন গান। গালিগালাজও খান। তাতে কী? এমনটাই যে চেয়েছিলেন তিনি। নেগেটিভ প্রচার পেয়েই আজ কোটি টাকার মালিক ৩০ বছরের পূজা।