বর্তমানে দোলনের সঙ্গে সুখের সংসার, কে ছিলেন দীপঙ্করের প্রথম স্ত্রী?
Dipankar Dey: প্রায় বাবার বয়সি এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়ে দোলনের পরিবার থেকে প্রায় সকলেই নিমরাজি ছিলেন। আর্তনাদ করে উঠেছিলেন দোলনের বাবা-মা। তবে কালের নিয়মে দীপঙ্কর এখন দোলনের পরিবারের নয়নের মণি। এই জীবনটা দীপঙ্কর পেয়েছেন অনেক অপেক্ষার পর। শোনা যায়, তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে মনমালিন্য ছিল ভীষণ। কে ছিলেন দীপঙ্করের প্রথম স্ত্রী?

৭৮ বছর বয়স অভিনেতা দীপঙ্কর দের। তুমি এখন সংসারী। সুখে সংসার করছেন অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে। অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে দীপঙ্করের সম্পর্ক বহুদিনের। ১৯৯৭ সালে বিদেশের একটি নাটকে দোলনকে প্রথম দেখেছিলেন দীপঙ্কর। অভিনেত্রীকে প্রথম দেখাতেই তাঁর বেশ ভাল লেগেছিল। সেই সময় দীপঙ্করের ব্যক্তি জীবনে তোলপাড় চলছে। তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্স না হলেও ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। দোলনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর তার সঙ্গে থাকতে শুরু করেছিলাম দীপঙ্কর। প্রায় বাবার বয়সি এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর বিষয়ে দোলনের পরিবার থেকে প্রায় সকলেই নিমরাজি ছিলেন। আর্তনাদ করে উঠেছিলেন দোলনের বাবা-মা। তবে কালের নিয়মে দীপঙ্কর এখন দোলনের পরিবারের নয়নের মণি। এই জীবনটা দীপঙ্কর পেয়েছেন অনেক অপেক্ষার পর। শোনা যায়, তাঁর প্রথম স্ত্রীর সঙ্গে মনমালিন্য ছিল ভীষণ। কে ছিলেন দীপঙ্করের প্রথম স্ত্রী?
দীপঙ্করের প্রথম স্ত্রী বাঙালি ছিলেন না। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী এক মহিলা। তিনি ছিলেন এক অ্যাংলো ইন্ডিয়ান। বহু বছর সম্পর্কে থাকার পরই দীপঙ্কর তাঁকে বিয়ে করেছিলেন। তাদের মধ্যে সেতু বন্ধন করেছিল দুই কন্যা। বড় কন্যা প্রয়াত হয়েছেন ২০২৩ সালে। শোনা যায়, পরবর্তীকালে তিনি দোলনকে তাঁর বাবার নতুন স্ত্রী হিসেবে মেনে নিতে পারেননি। তবে দীপঙ্করের ছোট মেয়ে দোলনের খুবই বন্ধু। দোলনের থেকে তিনি এক বছরের বড়।
দীপঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে দোলনের সম্পর্ক খুব একটা মন্দ নয়। দোলন বলেছিলেন, “আমি তাঁদের সংসার ভাঙিনি। দীপঙ্করের সঙ্গে যখন আমার সম্পর্ক হয়, তার আগে থেকেই তাঁদের ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল। তাই আমার প্রতিও অভিযোগ ছিল না। আমার স্বামীর প্রথম স্ত্রীকে আমি খুব সম্মান করি।”
