AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

তুমুল জনপ্রিয় ‘হাওড়া ব্রিজ’-এর সেই মোনালিসা আজ কী করেন জানেন?

Monalisa Paul: বহু দিন ধরেই ছোট পর্দা থেকে দূরে আছেন মোনালিসা। বছর দুয়েক আগেই মা হয়েছেন তিনি। ঘরে এসেছে পুত্রসন্তান। স্বামী, সংসার নিয়েই ব্যস্ত আছেন মোনালিসা। চুটিয়ে করছেন সংসার। কী করেন মোনালিসার স্বামী?

তুমুল জনপ্রিয় 'হাওড়া ব্রিজ'-এর সেই মোনালিসা আজ কী করেন জানেন?
| Updated on: Jul 28, 2024 | 7:31 PM
Share

মধ্যমগ্রামে বাড়ি ছিল তাঁর। একডাকে সবাই চিনত সেই মিষ্টি হাসির মেয়েটিকে। তরুণীদের স্টাইল আইকন, স্ট্রেট করা চুল সে সময় পুরুষ হৃদয়ে রীতিমতো হিল্লোল তুলেছিলেন তিনি। তিনি অর্থাৎ মোনালিসা পাল। সালটা ওই ২০০৮-২০০৯। না, সে সময় বাজারে ফেসবুক এতটা জনপ্রিয় হয়নি। অরকুট থাকলেও জীবন সামাজিক মাধ্যম সর্বস্ব হয়নি। স্মার্টফোন? তা ছিল নিছকই বিলাসিতা। ১১ টাকার এসএমএস কার্ড আর হাওড়া ব্রিজেই আটকে থাকত টিনএজ মন। আর এই ‘হাওড়া ব্রিজ’ যার কারণে জনপ্রিয়তা পেয়েছিল তিনিই মোনালিসা। ৯০ দশকের ছেলেমেয়েদের ‘ক্রাশ’ সেই মোনালিসা আজ কী করেন জানেন? কেমন আছেন তিনি?

বহু দিন ধরেই ছোট পর্দা থেকে দূরে আছেন মোনালিসা। বছর দুয়েক আগেই মা হয়েছেন তিনি। ঘরে এসেছে পুত্রসন্তান। স্বামী, সংসার নিয়েই ব্যস্ত আছেন মোনালিসা। চুটিয়ে করছেন সংসার। কী করেন মোনালিসার স্বামী? ছোটবেলার প্রেমিককে বিয়ে করেন মোনালিসা। একই স্কুলে পড়তেন। একই প্রাইভেট টিউটর ছিল তাঁদের। যদিও হাইস্কুলে আলাদা হয়ে যান দু’জনেই। লন্ডনে পড়তে চলে যান তাঁর স্বামী। ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর স্বামীর কোনও যোগাযোগ নেই। এই মুহূর্তে আইটিতে রয়েছেন তাঁর স্বামী। তাঁর স্বামীর নাম বিশ্বজিৎ সরকার।

শো-বিজ থেকে দূরে থাকলেও শো-বিজের মানুষদের সঙ্গে তাঁর যোগাযোগ আজও রয়েছে। তবে এখন তাঁর জীবন জুড়ে শুধুই চলে। সিনেমা-সিরিয়ালের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ বন্ধ রেখেছেন খানিক সচেতন ভাবেই। যদিও তাঁর জনপ্রিয়তা কিন্তু এখন কমেনি। অনেকের কাছেই তিনি যেন হারানো সেই ছোটবেলা।