প্রেমিককে পিসতুতো ভাই পরিচয়! ‘বং গাই’ কিরণের প্রেমিকার কাণ্ড শুনুন
আর তাঁদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই। অন্তরা নয়না রায়কে সকলেই চেনেন ইউটিউবার কিরণ দত্তের প্রেমিকা হিসাবে। তিনি নিজেও অবশ্য একজন কনটেন্ট ক্রিয়েটার। সমাজমাধ্যমের পাতায় তাঁর আর একটা নাম তা হল আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই। অনেক দিনের প্রেম তাঁদের।
আর তাঁদের প্রেম নিয়ে কোনও লুকোছাপা নেই। অন্তরা নয়না রায়কে সকলেই চেনেন ইউটিউবার কিরণ দত্তের প্রেমিকা হিসাবে। তিনি নিজেও অবশ্য একজন কনটেন্ট ক্রিয়েটার। সমাজমাধ্যমের পাতায় তাঁর আর একটা নাম তা হল আলু দ্য ফ্রেঞ্চ ফ্রাই। অনেক দিনের প্রেম তাঁদের। দুই পরিবারই জানে তাঁদের সম্পর্কের কথা।
বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায়। তবে এখন যেমন তাঁদের প্রেম নিয়ে কোনও রাখঢাক নেই। কিন্তু একটা সময় প্রকাশ্যে কিরণের সঙ্গে প্রেমের কথা কোনও ভাবেই বলতে পারতেন না অন্তরা। প্রেমিক কিরণকে পরিচয় দিতেন পিসতুতো ভাই হিসাবে। সম্প্রতি ফেসবুকে একটি গ্রুপে অন্তরা নিজেদের পুরনো ছবি পোস্ট করেন।
সেখানে অন্তরা লেখেন, “আমাকে যখন কেউ প্রশ্ন করতো ‘তোমার কে হয়?’ আমি একটু লজ্জা পেতাম ‘বলপেন হয়’ সেটা বলতে! তাই একটু ঘুরিয়ে বলতাম-এ আমার কেউ নয় , পিসতুতো ভাই হয় !’ ( চন্দ্রবিন্দুর সুইটহার্ট গানটা খুব শুনতাম তার প্রভাব বুঝতেই পারছেন!)” তবে প্রেমিককে ভাই পরিচয় দেওয়ায় কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। অনেকে তো আবার ভেবে বসেছিলেন যে অন্তরা হয়তো ভুল কথা বলছেন। অন্তরা লেখেন, ‘তো কিছু মানুষ ভাবতে লাগলেন তাদের মিথ্যে বলছি তাদের টোন করছি.. তাই আমি কথা বলা মজা করা কমিয়ে আনলাম!’