ব্রেকআপের পর প্রাক্তনী ইকার সঙ্গে প্রত্যেক সপ্তাহে কথা হয় পরমব্রতর, স্ত্রী পিয়া মেনে নিলেন?

Parambrata Chatterjee Ex Girlfriend: ব্রেকআপের পরে কি প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখা যায়। এ বিষয়ে নানা মুনি নানা মত পোষণ করবেন। কিন্তু এমন এক ব্যক্তির কথা এখানে বলা প্রয়োজন, যিনি ৪ মাস আগে বিয়ে করেছেন। তাঁর বয়স ৪৩। সম্প্রতি তিনি বিয়ে করেছেন। এবং বিয়ে করার পর তাঁর চরিত্র নিয়ে অসম্ভব কাঁটাছেড়া হয়েছে। 'বউচোর' তকমাও পেয়েছেন সেই অভিনেতা। ব্যক্তির নাম পরমব্রত চট্টোপাধ্যায়।

ব্রেকআপের পর প্রাক্তনী ইকার সঙ্গে প্রত্যেক সপ্তাহে কথা হয় পরমব্রতর, স্ত্রী পিয়া মেনে নিলেন?
পরমব্রত, পিয়া এবং ইকা।
Follow Us:
| Updated on: Mar 07, 2024 | 8:15 AM

কেমন হওয়া উচিত একটি ফেলে আসা সম্পর্কের বর্তমান সমীকরণ–আধুনিক এবং শিক্ষিত সমাজে কেমন হওয়া উচিত সেই ফেলে আসা সম্পর্কের প্রতি পরিভাষা, আচরণ–তা নিয়ে হয়তো অনেক তর্ক-বিতর্ক হয়। সেই আলোচনা চলতেই থাকবে। কেউ বলবেন, প্রাক্তনকে ভুলে যাওয়াই শ্রেয়। কেউ বলবেন, নিতান্তই এড়িয়ে না গিয়ে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান। কেউ আবার গর্জে উঠে বলবেন, “প্রাক্তনের সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? যোগাযোগ বজায় রেখে কি দরকার অযোথা জটিলতা বাড়ানোর।” এ ব্যাপারে নানা মুনি নানা মত পোষণ করতেই পারেন। কিন্তু এমন এক ব্য়ক্তির কথা এখানে বলা প্রয়োজন, যিনি ৪ মাস আগে বিয়ে করেছেন। তাঁর বয়স ৪৩ (বয়সটা এখানে আলোচ্য বিষয় এই কারণে, মানুষটি ৪০ পেরিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিজেকে সচেতনভাবে, সঠিক জীবনসঙ্গীর অপেক্ষায় ছিলেন। সমাজের চাপে পড়ে বিয়ে নাম প্রতিষ্ঠানে নাম লেখাতেই হবে, সেই ইঁদুর দৌড়ে ছোটেননি)। তিনি একজন অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। নিজে মুখেই স্বীকার করে নিতে পারেন, যতখানি সুযোগ কিংবা স্পটলাইট তাঁর উপর পড়া উচিত ছিল, ততখানি পড়েনি। সেই ব্য়ক্তি বিয়ে করে অসম্ভব কাঁটাছেড়ার মধ্যে দিয়ে গিয়েছেন। ‘বউচোর’ তকমাও পেয়েছেন। সেই ব্যক্তির নাম পরমব্রত চট্টোপাধ্য়ায়।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন পরমব্রত। ‘নিবেদিতা অনলাইন’ নামক সেই চ্যানেলে পরমব্রত নিজের জীবন সম্পর্ক খোলামেলা কথা বলেছেন। এবং সেখানে উঠে এসেছে তাঁর বিয়ে এবং ব্য়ক্তিজীবন সম্পর্কে নানা প্রসঙ্গ। সেখানে কথা বলতে গিয়েই তাঁর প্রাক্তন প্রেমিকা ইকা স্কোউটের সম্পর্কে মুখ খুলেছেন পরমব্রত। গল্পের ছলে তিনি জানিয়েছেন, ইকার সঙ্গে প্রেমের সম্পর্ক আর না থাকলেও তাঁর সঙ্গে প্রত্যেক সপ্তাহে কথা হয় পরমব্রতর। ইকা নেদারল্যান্ডসের বাসিন্দা। তিনি সেখানকার ডাক্তার। পরমব্রতর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছিল অনেক বছর আগে। লিভ ইন-সম্পর্কেও নাকি ছিলেন তাঁরা। ব্যক্তিগত কারণে সেই সম্পর্কটা আর নেই তাঁদের মধ্যে। কিন্তু পরমব্রত নিজের মুখে স্বীকার করে নিয়েছেন, তাঁর সঙ্গে ইকার প্রত্যেক সপ্তাহেই কথা হয়। বলেছেন,   “আমার অধিকাংশ প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। ইকার সঙ্গে আমার সম্পর্কটা লকডাউনের সময় শেষ হয়েছিল। সেই সম্পর্কের কথাটা আমরা জনে জনে বলিনি কখনও। অন্যান্য কাপলের মতো আমরা ছবিটবি শেয়ার করতাম না। কেবল ইকার সঙ্গে নয়, কোনও সম্পর্কের ক্ষেত্রেই সেটা আমি করিনি। বিভিন্ন জায়গায় নিমন্ত্রণে গিয়েছিলাম একসঙ্গে, সেটুকুই। তাই ব্রেকআপটাও ফলাও করে বলিনি। এই পরিণত বয়সে এসে আমি বিশ্বাস করি না রাগারাগির মাধ্যমে সম্পর্ক ভেঙে যেতে পারে। ইকার এবং আমার মধ্যে এখনও পর্যন্ত যথেষ্টই বন্ধুত্ব আছে। নিয়মিত কথা হয় আমাদের। সপ্তাহে একবার অন্তত হয়ই কথা। ইকার বাবা-মায়ের সঙ্গেও আমার এখনও সম্পর্ক আছে। তাঁদের সঙ্গেও আমার কথা হয়।” আর পিয়া, তিনি জানেন বিষয়টা? আলবাত হয়তো জানেন। তা না হলে, প্রকাশ্যে পাবলিক ডোমেনে কথাটা এতখানি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারতেন না পরমব্রত।

২৭ নভেম্বর, ২০২৩। প্রেমিকা পিয়া চক্রবর্তীকে আইনি বিয়ে করেছেন পরমব্রত। পিয়া ছিলেন গায়ক-সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। পরমব্রতকে বিয়ে করার পর প্রচণ্ড ট্রোলিং হয় সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো বিরক্ত পরমব্রত-পিয়া-অনুপম। ঘটনাচক্রে অনুপম পরমব্রতর বন্ধুও ছিলেন একটা সময়। পরমব্রতর জন্য নানা বাংলা ছবিতে অনেক গান তৈরি করেছেন অনুপম। ফলে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জন্য পরমব্রতর নামের আগে ‘বউচোর’ তকমাটাও যুক্ত হয়েছে বিশ্রীভাবে। কিন্তু তাতে কিছুই যায় আসে না পরমব্রতর। কিছুক্ষেত্রে বিরক্ত হলেও পরমব্রত এবং পিয়া ট্রোলিংকে এড়িয়ে চলেছেন। তাঁরা সুখে থাকুন, সেই কামনাই করেন তাঁদের অনুগামীরা।

সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
সর্বনাশা স্যালাইন? প্রসূতির প্রাণের বিনিময়ে সামনে এল আরও এক দুর্নীতি!
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা