বড় আর্থিক ক্ষতির মুখে ডোনা গঙ্গোপাধ্যায়! বেফাঁস মন্তব্যের মাশুল গুনতে হচ্ছে সৌরভ-পত্নীকে?

Dona Ganguly: সময়টা মোটেই ভাল যাচ্ছে না ডোনা গঙ্গোপাধ্যায়ের। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। পূর্ব বর্ধমানের একটি অনুষ্ঠানে গিয়ে আরজি কর কাণ্ড প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করার পর থেকেই ঝামেলা শুরু। সেই বিতর্ক থামার আগেই হ্যাক হয় ডোনার ফেসবুক প্রোফাইল। ছুটতে হয় সাইবার ক্রাইম বিভাগে। আর এবার আর্থিক ক্ষতির মুখে ডোনা।

বড় আর্থিক ক্ষতির মুখে ডোনা গঙ্গোপাধ্যায়! বেফাঁস মন্তব্যের মাশুল গুনতে হচ্ছে সৌরভ-পত্নীকে?

| Edited By: উত্‍সা হাজরা

Sep 21, 2024 | 5:47 PM

সময়টা মোটেই ভাল যাচ্ছে না ডোনা গঙ্গোপাধ্যায়ের। একের পর এক ঘটনা ঘটেই চলেছে। পূর্ব বর্ধমানের একটি অনুষ্ঠানে গিয়ে আরজি কর কাণ্ড প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করার পর থেকেই ঝামেলা শুরু। সেই বিতর্ক থামার আগেই হ্যাক হয় ডোনার ফেসবুক প্রোফাইল। ছুটতে হয় সাইবার ক্রাইম বিভাগে। আর এবার আর্থিক ক্ষতির মুখে ডোনা। তাঁর অবশ্য আরও একটা পরিচয় আছে। তিনি সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের স্ত্রী। প্রায় প্রতি বছরই দুর্গাপুজোর সময় বিদেশে নাচের শো থাকে তাঁর। ডোনার একটি নাচের স্কুলও আছে। নাম ‘দীক্ষামঞ্জরী’। সেখানকার ছাত্রছাত্রীদের নিয়ে বিদেশে অনুষ্ঠান করেন ডোনা। কিন্তু চলতি বছরে সব কিছুই যেন উল্টেপাল্টে গিয়েছে। এই যেমন ডোনার বিদেশের শো বাতিল হয়ে গেল।

চলতি বছরে ইউকে-তে শো হওয়ার কথা ছিল। কিন্তু এই আরজি কর ঘটনার পর তাঁর এই অনুষ্ঠান দেখতে একেবারেই নারাজ প্রবাসী বাঙালিরা। ৯ অগস্ট আরজি করের ঘটনা ঘটার পর ডোনা বলেছিলেন,”রেপ-টেপ সব জায়গায়তেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার। আমাদের গর্ব যে সব মানুষ প্রতিবাদ করছেন। আজ আমরা তাসের দেশ করছি। এটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে। এত দিন মনটা খুব দু:খিত ছিল এখন ভরা অডিটোরিয়াম দেখে মনটা খুব আনন্দিত।” এই ঘটনার পরই সোচ্চার হয়ে উঠেছিলেন সবাই। এমনকি বিরোধিতা করেছেন প্রবাসীরা। তাই বাতিল হয়ে গেল ডোনার বিদেশের শো। ফেসবুকের মাধ্য়মে জানানো হয়েছে। তবে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কিছু বলেননি ডোনা।