
৯০-এর দশকের মানুষদের কাছে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’ শুধুই দুটি টেলিভিশন সিরিয়াল নয়, বরং এক আবেগের নাম। দূরদর্শনে সম্প্রচারিত সেই ধারাবাহিকগুলো বেশ কয়েক প্রজন্মের কাছে অবিচ্ছেদ্য স্মৃতি হয়ে আছে আজও। তিন দশক পর আবার সেই নস্টালজিয়াকে উস্কে দিতে চলেছে দূরদর্শন—ফিরছে ‘মহাভারত’, তবে এক নতুন রূপে।
এবারের ‘মহাভারত’ তৈরি হয়েছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে। অর্থাৎ, বাস্তব অভিনেতা-অভিনেত্রী নয়, বরং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি চরিত্র, দৃশ্য ও আবহসঙ্গীতেই নতুন মহাভারতের কাহিনি ফুটে উঠবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ধারাবাহিকটির প্রথম ঝলক প্রকাশ করেছে, যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ—সবকিছুই নতুন রূপে উপস্থাপিত হয়েছে। বোঝার উপায় নেই যে এটি সম্পূর্ণ এআই-নির্ভর।
নতুন এই ধারাবাহিক আগামী ২ নভেম্বর সকাল ১১টা থেকে প্রতি রবিবার দূরদর্শনে সম্প্রচারিত হবে। প্রসার ভারতী ও কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্ক যৌথভাবে এর প্রযোজনার দায়িত্ব নিয়েছে। শুধু টেলিভিশনে নয়, দর্শকরা এটি দেখতে পাবেন প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম “ওয়েভস ডিজিটাল”-এও, যেখানে ২৫ অক্টোবর থেকেই স্ট্রিমিং শুরু হবে।
সবচেয়ে বড় খবর, এই ওটিটি প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। অর্থাৎ দর্শকদের কোনও সাবস্ক্রিপশন ফি দিতে হবে না। প্রযুক্তি ও ঐতিহ্যের এই অনন্য মেলবন্ধনে ‘মহাভারত’-নয়া প্রজন্মের কাছে যে এক বিশেষ আকর্ষণ হতে চলেছে, তাবলাই বাহুল্য। মহাভারত নিয়ে কাজ করার অর্থ এক বিশাল দায়ভার, যা নিষ্ঠার সঙ্গে পালন না করলে, দর্শকের নজর কাড়া বেজায় কঠিন। এখন দেখার নয়া প্রযুক্তি প্রয়োগ করে এই মহাভারত কতটা প্রশংসা কুড়োতে পারে।