Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মদ্যপ জুবিন! মঞ্চে বেসামাল গায়ক, ভাইরাল ভিডিয়ো

Viral Video: এক কালের 'হিট' গায়ক তিনি। ঝুলিতে একের পর এক হিট গান। দেড় দশক আগের কথা। অসমের ছেলে মায়ানগরীতে তুফান তুলেছিলেন। 'ইয়া আলি' থেকে ' দিল তু হি বাতা'-সহ একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি।

মদ্যপ জুবিন! মঞ্চে বেসামাল গায়ক, ভাইরাল ভিডিয়ো
Follow Us:
| Updated on: Jan 18, 2025 | 12:35 PM

এক কালের ‘হিট’ গায়ক তিনি। ঝুলিতে একের পর এক হিট গান। দেড় দশক আগের কথা। অসমের ছেলে মায়ানগরীতে তুফান তুলেছিলেন। ‘ইয়া আলি’ থেকে ‘ দিল তু হি বাতা’-সহ একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। বুঝতেই পারছেন কার কথা বলা হচ্ছে। তিনি হলেন গায়ক জুবিন গর্গ। বাংলা ছবিতেও একের পর এক প্লে ব্যাক করেছেন তিনি। যদিও মাঝে অনেকগুলো দিন কেটে গিয়েছে ইন্ডাস্ট্রিতে আর সে ভাবে তাঁর গান শোনা যায় না। এরই মধ্যে ভাইরাল হয়েছে গায়কের একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে মঞ্চে উঠে ঠিক মতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না গায়ক। সেই ভিডিয়ো দেখে গায়কের অনুরাগীদের খুবই মন খারাপ হয়েছে। প্রিয় গায়ককে এ ভাবে দেখতে আর কার ভাল লাগে। তেমনটাই হয়েছে জুবিনের ভক্তদের সঙ্গে।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, গায়ক চেষ্টা করছেন তাঁরই গাওয়া হিট গান গাইতে কিন্তু পারছেন না। জুবিনের কণ্ঠে ‘পিয়া রে’ গানটি খুবই হিট হয়েছিল। কিন্তু এ দিন নিজের গাওয়া গানই ঠিক করে গাইতে পারছিলেন না গায়ক। এমনকি মাইক ধরেও ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সুরও এ দিক ও দিক হয়ে যাচ্ছিল। জুবিনের এমন পারফরম্যান্স আশা করেননি কেউই। তাই তো ভিডিয়ো প্রকাশ্যে আসতেই অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “উনি তো ড্রিঙ্ক করে আছেন বলে মনে হচ্ছে।” আবার কেউ লিখেছেন,”এত ভাল গায়কের এমন অবস্থা হবে এটা আমরা ভাবতেই পারছি না।” আবার কেউ লিখেছেন, “উনি কি ড্রিঙ্ক করে করেই নিজের কেরিয়ারটা নষ্ট করে ফেললেন!” তাঁর অনুরাগীদের একটাই আশা আবারও হয়তো তাঁদের প্রিয় গায়ক নিজের পথে ফিরবেন। আবারও ভাল ভাল গান উপহার পাবেন তাঁরা।