অসুস্থ কৃষ্ণকিশোর,হয়েছে অস্ত্রোপচার! ‘মিঠিঝোরা’ সিরিয়ালে রাতারাতি মুখ বদল

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Sep 19, 2024 | 1:08 PM

Mithijhora: রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী তিন বোন। বিয়ের দিনই বাবর মৃত্যুতে নিজের কাঁধে পরিবারের দায়িত্ব তুলে নিতে হয় রাইপূর্ণা। তিন বোনের জার্নিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে 'মিঠিঝোরা' সিরিয়ালের গল্পে। এই কাহিনিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়কে। স্রোতস্বিনীর হবু শ্বশুরের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু আচমকাই বদলে গেল মুখ।

অসুস্থ কৃষ্ণকিশোর,হয়েছে অস্ত্রোপচার! মিঠিঝোরা সিরিয়ালে রাতারাতি মুখ বদল

Follow Us

রাইপূর্ণা, নীলাঞ্জনা এবং স্রোতস্বিনী তিন বোন। বিয়ের দিনই বাবর মৃত্যুতে নিজের কাঁধে পরিবারের দায়িত্ব তুলে নিতে হয় রাইপূর্ণা। তিন বোনের জার্নিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিঠিঝোরা’ সিরিয়ালের গল্পে। এই কাহিনিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কৃষ্ণকিশোর মুখোপাধ্য়ায়কে। স্রোতস্বিনীর হবু শ্বশুরের চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু আচমকাই বদলে গেল মুখ। কৃষ্ণকিশোরের পরিবর্তে অভিনয় করছেন বিপ্লব দাশগুপ্ত। কিন্তু হঠাত্‍ কেন সিরিয়াল থেকে সরে গেলেন অভিনেতা? সিরিয়াল পাড়ার অন্দরের খবর শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত নিতে বাধ্য় হয়েছেন কৃষ্ণকিশোর। কিন্তু কী হয়েছে তাঁর?

TV9 বাংলার তরফে যোগাযোগ করা হয় কৃষ্ণকিশোরের মেয়ে অগ্নিজিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, “বাবা অনেকটাই সুস্থ। শিরদাঁড়ায় অস্ত্রোপচার হয়েছে। তাই সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিত্‍সক আগামী এক মাস পুরোপুরি বিশ্রাম নিতে বলেছেন। তাই বাবা এই সিদ্ধান্ত নিয়েছেন।”

উল্লেখ্য, ‘মিঠিঝোরা’ সিরিয়ালে ইতিবাচক চরিত্রে কৃষ্ণকিশোরের অভিনয় নজর কেড়েছিল সবার। স্রোতস্বিনীর সঙ্গে তার হবু শ্বশুরের সমীকরণ বেশ পছন্দই হয়েছিল সকলের। এমনিতেও তিন বোনের এই গল্প অনেকেরই পছন্দের। তাই রাতের দিকে সম্প্রচারিত হলেও টিআরপিতে খুব একটা ভাটা পড়েনি। খুব বেশি নম্বর না পেলেও তুলনায় ভাল নম্বর পেয়ে এসেছে এত দিন ধরে। অন্য দিকে রাই আর অনির্বাণের জুটিও মনে ধরেছে সবার। যে চরিত্রে অভিনয় করছেন আরত্রিকা মাইতি এবং সুমন দে। মাঝে শোনা গিয়েছিল এই সিরিয়ালও খুব অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। তবে তেমনটা যে এখনই হচ্ছে না তা এত দিনে বুঝে গিয়েছেন অনেকেই।

 

Next Article