AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পুজোর ছুটিতে বড় বাজেটের ছবির সঙ্গে টক্কর দিতে আসছেন আয়ুষ্মান-রশ্মিকা জুটি

সাধারণত দীপাবলির ছবি মানেই দর্শকরা জানাবেন বিগ বাজেটের মেগা তারকাদের ছবি। তবে এই প্রথম উৎসবের মরসুমে আসতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানার ছবি 'থামা'।

পুজোর ছুটিতে বড় বাজেটের ছবির সঙ্গে টক্কর দিতে আসছেন আয়ুষ্মান-রশ্মিকা জুটি
| Updated on: May 27, 2025 | 7:19 PM
Share

আয়ুষ্মান খুরানা সেই অর্থে বলিউডের বাইরে থেকেই এসেছেন। নিজের অভিনয় গুনে অভিনেতা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন। ছবির বিষয়ের উপর যোর দিয়েই ছবি নির্বাচন করেন আয়ুষ্মান । তাঁর অভিনীত ছবিগুলি বলিউডের তথাকথিত বিগবাজেট ছবি গুলিকে সহজেই টেক্কা দেয়। এবার আয়ুষ্মানের কাছে নতুন সুযোগ সঙ্গে নতুন চ্যালেঞ্জ। এই প্রথম দীপাবলির মরসুমে অভিনেতার ছবি মুক্তির কথা। ছবির নাম ‘ থামা’। পরিচালক আদিত্য সর্পদারের পরিচালনায় এই প্রথম অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছে এই ছবি।

সাধারণত দীপাবলির ছবি মানেই দর্শকরা জানাবেন বিগ বাজেটের মেগা তারকাদের ছবি। তবে এই প্রথম উৎসবের মরসুমে আসতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দানার ছবি ‘থামা’। এই প্রসঙ্গে খুব উত্তেজিত হয়ে রয়েছেন অভিনেতা আয়ুষ্মান। তিনি বলেন, ” ছোট বেলা থেকে দীপাবলির উৎসব আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে পরিবারের সকলকে নিয়ে আমরা উৎসব পালন করি। দীপাবলির উৎসবে আমি নিজেও বাড়ির সকলকে নিয়ে হইহই করে সিনেমা দেখতে যেতাম। এবার আমার ছবি উৎসবের মরসুমে যখন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে, তখন খুব নস্টালজিক লাগছে। কোথাও যেন একটা স্বপ্ন পূরণ হতে চলেছে মনে হয়।

উৎসবের সময় গোটা দেশ ছুটির আমেজ থাকে,তাই সেই সময় বহু বিগ বাজেট ছবি মুক্তি পায়। তাই হল পাওয়া নিয়েও নানা সমস্যা হয়ে থাকে। তবে সাধারণত এই সময় যেভাবে মুক্তি পায় তা সুপারহিট হয়। তাই আগামী দীপাবলির মরসুমে যখন আয়ুষ্মান ও রম্মিকা জুটির ছবি আসবে, আশা করাই যায় এই ছবির বক্স অফিসে সাফল্য আনবে। যদিও সময় ঠিক করবে ‘হামা’ বক্স অফিস কতটা সফলতা পাবে।