
সামনেই পুজোর ছবি মুক্তি। ব্যস্ত এখন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তারই মাঝে ঘটল বিপত্তি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘১এক্সবেট’–এর সঙ্গে জড়িত থাকার মামলায় এবার তলব পড়ল দুই জনপ্রিয় অভিনেত্রীর। সূত্রের খবর, প্রাক্তন সাংসদ এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে ১৫ সেপ্টেম্বর, এবং বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে ১৬ সেপ্টেম্বর আদালতের তরফ থেকে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের দিল্লিতে ইডি-র সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই মামলায় ‘১এক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যেসব অভিনেতারা যুক্ত ছিলেন, তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এই মর্মে।
ইডি-র তরফে জানানো হয়েছে, ‘১এক্সবেট’ এক বেআইনি বেটিং প্ল্যাটফর্ম, যার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ। এই অ্যাপের প্রচারে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের ব্যাঙ্ক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালানো হচ্ছে। আপাতত মিমি ও উর্বশীর কী ভূমিকা ছিল, তা জানতেই তাঁদের তলব করা হয়েছে।
এই মামলার তদন্তে আরও বেশ কয়েকজন তারকার নাম উঠে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ইডি।