এই একটি কারণের জন্যই স্মৃতি ইরানিকে হিংসে করেন একতা কাপুর!

এ দিন স্মৃতির জন্মদিনে তাঁর সঙ্গে ছবি শেয়ার করে একতা লেখেন, “শুভ জন্মদিন বন্ধু। তোমার মতো কেউ নেই। সুপার মম, স্ত্রী এবং একজন নেত্রী। আজ দয়া করে আর ডায়েট কোরো না।"

এই একটি কারণের জন্যই স্মৃতি ইরানিকে হিংসে করেন একতা কাপুর!
স্মৃতি-একতা।
Follow Us:
| Updated on: Mar 23, 2021 | 8:17 PM

স্মৃতি ইরানিকে হিংসে করেন একতা কাপুর। তার পিছনে রয়েছে নির্দিষ্ট একটি কারণ। স্মৃতির জন্মদিনে ফাঁস করলেন একতা।

এ দিন স্মৃতির জন্মদিনে তাঁর সঙ্গে ছবি শেয়ার করে একতা লেখেন, “শুভ জন্মদিন বন্ধু। তোমার মতো কেউ নেই। সুপার মম, স্ত্রী এবং একজন নেত্রী। আজ দয়া করে আর ডায়েট কোরো না।” এর পরেই একতার মন্তব্য, “তুমি এমনিতেই অনেক ওজন কমিয়েছ। আমার হিংসে হচ্ছে।”

স্মৃতির ওয়েটলস জার্নি দেখেই ‘হিংসে’ একতার। পাল্টা উত্তর দিয়েছেন স্মৃতিও। তিনি লেখেন, “তোমার এই উইশ আমার কাছে অনেকটা। এই ভালবাসার জন্য ধন্যবাদ। লাক্কু এবং রবির জন্য অনেক আশীর্বাদ।” যদিও ‘হিংসে প্রসঙ্গ’ নিয়ে কোনও মন্তব্য করেননি স্মৃতি।

View this post on Instagram

A post shared by Erk❤️rek (@ektarkapoor)

একতা কাপুরের সঙ্গে স্মৃতি ইরানির সম্পর্ক আজকের নয়। ২০০০ সালে শুরু হওয়া জনপ্রিয় ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কভি বহু থি’র মধ্যে দিয়েই তাঁদের সম্পর্ক গাঢ় হয়। একতার প্রযোজনায় ওই ছবির মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল স্মৃতিকে। তাঁর ‘তুলসি’ চরিত্র আজও পুরনো হয়নি দর্শকের মনে। পুরনো হয়নি একতা এবং স্মৃতির সম্পর্কও।