ছবি মুক্তির নয়া নিয়ম, বাড়ল পারিশ্রমিক, ইম্‌পা-ফেডারেশনের বৈঠকে একগুচ্ছ চমক

২৯ অক্টোবর, বুধবার ধর্মতলায় ইম্‌পার অফিসে সাংবাদিক সম্মেলনে যৌথভাবে এই ঘোষণা করেন ইম্‌পার প্রতিনিধি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে, অঙ্কুশ হাজরা, রানা সরকার, গোপাল মদনানি, শতদীপ সাহা প্রমুখ।

ছবি মুক্তির নয়া নিয়ম, বাড়ল পারিশ্রমিক, ইম্‌পা-ফেডারেশনের বৈঠকে একগুচ্ছ চমক

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 30, 2025 | 4:15 PM

নতুন বছরের টলিপাড়া সেজে উঠতে চলেছে নতুন রূপে। বাংলা ছবির টেকনিশিয়ানদের পারিশ্রমিক বৃদ্ধি, কাজের সময়সীমা নির্ধারণ এবং ছবিমুক্তির ক্যালেন্ডার তৈরির মতো একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল ইম্‌পা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) ও ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস্‌ অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।

২৯ অক্টোবর, বুধবার ধর্মতলায় ইম্‌পার অফিসে সাংবাদিক সম্মেলনে যৌথভাবে এই ঘোষণা করেন ইম্‌পার প্রতিনিধি পিয়া সেনগুপ্ত এবং ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নিসপাল সিং রানে, অঙ্কুশ হাজরা, রানা সরকার, গোপাল মদনানি, শতদীপ সাহা প্রমুখ। তবে বৈঠকে অনুপস্থিত ছিলেন দেব ও রাজ চক্রবর্তী, যাঁদের প্রযোজনা সংস্থা থেকেও এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা জানানো হয়নি বলে এদিন স্পষ্ট করে দেওয়া হয় ।

নতুন নিয়ম অনুযায়ী, এক দিনে তিনটির বেশি বাংলা ছবি মুক্তি করা যাবে না। যাতে প্রত্যেকটি ছবি দর্শকের কাছে সঠিকভাবে পৌঁছতে পারে, সেই বিষয় মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। বড়দিনে মুক্তি পাওয়ার কথা ‘প্রজাপতি ২’, ‘মিতিনমাসি’ ও শ্রীকান্ত-মহেন্দ্র প্রযোজিত আরেকটি ছবি। আগামী ২৩ জানুয়ারি মুক্তি পাবে ‘হোক কলরব’, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ এবং এসভিএফ-এর নতুন ছবি। পাশাপাশি, বড় বাজেটের দুটি ছবির মুক্তির তারিখের মাঝে অন্তত ১৫ দিনের বিরতি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টেকনিশিয়ানদের ক্ষেত্রেও এই বৈঠকে ছিল সুখবর। তাঁদের পারিশ্রমিক ৩৩ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি কাজের সময়সীমা ২৪ ঘণ্টা থেকে কমিয়ে ১৮ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

পিয়া সেনগুপ্তের কথায়,

“বাংলা ইন্ডাস্ট্রির বাস্তব অবস্থা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের তুলনায় কাজের সময় অনেকটাই নিয়ন্ত্রিত হবে, তবু প্রযোজক ও শিল্পীদের কাজের প্রয়োজনও ব্যালান্স করা হয়েছে।”

কম বাজেটের ছবি নির্মাতাদের জন্য নতুন সুযোগ

ছোট বা নতুন প্রযোজকদের স্বার্থে কম বাজেটের ছবির সর্বোচ্চ লগ্নি ৩০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩৫ লক্ষ টাকা করার চিন্তাভাবনা চলছে। পাশাপাশি, তাঁদের জন্য থাকবে বেশ কিছু বিশেষ সুবিধা— স্বাধীন পরিচালকেরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন ইম্‌পা ও ফেডারেশন।

বছরে কতগুলি ছবি বানাতে পারবে কোন সংস্থা, তাও এদিন নিশ্চিত করে দেওয়া হয়

নতুন এই ক্যালেন্ডার অনুযায়ী, বছরে ৬টি ছবি বানাবে এসভিএফ, সুরিন্দর ফিল্মস ও নন্দী মুভিজ। বছরে ৬টি ছবি বানাবে উইন্ডোজ প্রোডাকশন। ৪টে করে বানাবে, দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও ক্যামেলিয়া প্রোডাকশন। বছরে ২টি ছবি প্রযোজনা করবেন জিৎ, পিয়া সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরা।

টলিউডের ঐক্যের বার্তা

ইম্‌পা ও ফেডারেশনের এই যুগ্ম সিদ্ধান্তকে টলিউডের আগামী দিনের পথে “ঐক্যের নতুন অধ্যায়” বলে ব্যাখ্যা করেছেন স্বরূপ বিশ্বাস। তাঁর কথায়, “আমরা সবাই চাই বাংলা ছবির সম্মান, ঐতিহ্য ও ব্যবসা একসঙ্গে টিকে থাকুক। এই পদক্ষেপ সেই দিকেই এক বড় পদক্ষেপ।”