‘নায়িকাদের কি শুধু চুমুই খেয়েছি?’ সিক্রেট ফাঁস ইমরান হাসমির
বলিউডে পা দিতেই তাঁর নামের পাশে লেখা শুরু হল সিরিয়াল কিসার ইমরান হাসমি। তনুশ্রী দত্ত, উদিতা গোস্বামী, মাল্লিকা শেরাওয়াত কঙ্গনা রানাওয়াত। লিস্ট বেশ লম্বা। এমন কোনও নায়িকা নেই, যাঁর ঠোঁটে ঠোঁট রাখেননি ইমরান। নতুন নায়িকা মানেই, ইমরানের বিপরীতে আর ইমরান মানেই ঠোঁট ঠাসা চুমু।

বলিউডে পা দিতেই তাঁর নামের পাশে লেখা শুরু হল সিরিয়াল কিসার ইমরান হাসমি। তনুশ্রী দত্ত, উদিতা গোস্বামী, মাল্লিকা শেরাওয়াত, বিপাশা বসু কঙ্গনা রানাওয়াত। লিস্ট বেশ লম্বা। নতুন নায়িকা মানেই, ইমরানের বিপরীতে অভিনয়ের সুযোগ। আর ইমরান মানেই তাঁকে ঠোঁট ঠাসা চুমু। কিন্তু ইমরানের এই চুমু কীর্তি প্রযোজকদের ঘরে টাকা আনলেও, তাঁর বক্স অফিস সাফল্য এই চুমুতে আটকে থাকলেও, ইমরানের কিন্তু এই সিরিয়াল কিসার তকমাটি একেবারেই পছন্দ নয়। বরং তিনি নিজেকে অভিনেতা হিসেবেই জনপ্রিয় করতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে মনের এই গোপন কথাই শেয়ার করলেন ইমরান। স্পষ্ট বললেন আমি কি নায়িকাদের শুধু চুমুই খেয়েছি!
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। ২০০৩ সালে মুক্তি পাওয়া মুকেশ ভাটের ‘ফুটপাথ’ ছবি থেকেই বলিউডে পা রাখেন ইমরান হাসমি। এরপর মার্ডার ও তারপর গ্য়াংস্টার। এই দুটো ছবিতেই নজর কাড়েন ইমরান। তবে ইমরানের দুঃখ, তাঁকে অভিনেতা হিসেবে নয়, বরং পোস্টার বয় হিসেবেই সম্বোধন করতেন।
এই খবরটিও পড়ুন
ইমরান সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রথম ছবি থেকেই অভিনয়কেই বেশি প্রাধান্য দিই আমি। কিন্তু অভিনেতা হিসেবে কখনই প্রশংসা পায়নি। তবে হ্য়াঁ, বলিউডে এখনও কয়েকজন রয়েছেন, যাঁরা আমাকে সিরিয়াল কিসারের বাইরে গিয়ে অভিনেতা মনে করেন। তাই হয়তো ডার্টি পিকচারের মতো ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সবাইকে এটাই বলতে চাই, আমি শুধু নায়িকাদের চুমু খাই না।





