Dharmendra Health Update: গুজব ছড়াবেন না…! ধর্মেন্দ্রকে নিয়ে বড়সড় পোস্ট এষা দেওলের

Esha Deol on Dharmendra: ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর।

Dharmendra Health Update: গুজব ছড়াবেন না...! ধর্মেন্দ্রকে নিয়ে বড়সড় পোস্ট এষা দেওলের

| Edited By: আকাশ মিশ্র

Nov 11, 2025 | 10:02 AM

মঙ্গলবার সকাল থেকেই সোশাল মিডিয়া ভরে গিয়েছিল ধর্মেন্দ্রর প্রয়াণের খবরে। তবে পরিবার সূত্রে এখনও তাঁর মৃত্যুর খবরে কোনও সিলমোহর পড়েনি। উল্টে ধর্মেন্দ্র কন্যা এষা দেওল ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

কী লিখলেন এষা?

ইনস্টাগ্রামে এষা লিখলেন, ”ভুয়ো খবর ছড়াবেন না। আমার বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। সবাইকে অনুরোধ, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। বাবার দ্রুত আরোগ্য কামনা করুন।”

বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

গতকাল রাতেই সোশাল মিডিয়ায় ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার কথা জানিয়ে হেমা মালিনী লিখেছিলেন, ” ধরমজির স্বাস্থ্য নিয়ে সবাই দুশ্চিন্তায়। তাই সবাইকে জানাতে চাই। চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এমনকী, সানি দেওলের টিমের তরফ থেকেও জানানো হয়েছে, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও, বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরে রকি অউর রানি কি প্রেমে কাহানি ছবিতে তো তাঁর অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল। এমনকী, সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর ইক্কিস ছবির ঝলক। যেখানে ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তাঁর নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে।

ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি। কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। চিকিংসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে যেহেতু অভিনেতার বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, সেহেতু কোনও ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।