AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবির শ্যুট এ সবাই রাখিকে ভয় পায়! কী বললেন রাখি?

ছবির প্রচারে কলকাতা এসে নিজের ছোটবেলাকেই খুঁজে বেড়াচ্ছেন রাখি। ভিক্টরিয়ার সামনে সিনেমার অন্য অভিনেত্রীর সঙ্গে টক, ঝাল দিয়ে ফুচকা খচ্ছেন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা কানেই তুলছেন না।

ছবির শ্যুট এ সবাই রাখিকে ভয় পায়! কী বললেন  রাখি?
| Updated on: Apr 29, 2025 | 5:39 PM
Share

সত্তর থেকে আশির দশকে বাঙালি অভিনেত্রী রাখি গুলজারের মোহময় চোখের চাহনি ও অভিনয়ে বুঁদ হয়েছিল গোটা দেশ। হিন্দি, বাংলা, ওড়িয়া, আসামিজ ছবিতে অভিনয় করেছেন রাখি। বাংলা সিনেমায় মাইলস্টোন হয়ে রয়েছে তাঁর অভিনীত ছবি ‘পরমা’। বাংলা সিনেমার প্রথম মহিলা ডিটেকটিভ হিসেবেও দেখা গিয়েছে পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত ‘ ছবিতে। তার পর একটা লম্বা সময়ে বাংলা ছবিতে দেখা মেলেনি কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারকে। মাঝে একটি বাংলা ছবি করলেও তা এখনও মুক্তি পায়নি। প্রায় বাইশ বছর পর আবার বাংলা ছবিতে অভিনয় করলেন রাখি গুলজার। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘আমার বস’ ছবিতে। আগামী মে মাসেই মুক্তি পাবে এই ছবি।

ছবির প্রচারে কলকাতা এসে নিজের ছোটবেলাকেই খুঁজে বেড়াচ্ছেন রাখি। ভিক্টরিয়ার সামনে সিনেমার অন্য অভিনেত্রীর সঙ্গে টক, ঝাল দিয়ে ফুচকা খচ্ছেন, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা কানেই তুলছেন না। আবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে রাধুবাবুর দোকানে কাটলেট চাখছেন। এরই ফাঁকে তিনি সাংবাদিকদের কাছে বলছেন, তাঁকে কেন ভয় পায় সিনেমার কলাকুশলীরা, তিনি বুঝতে পারেন না। তিনি অভিযোগ করেন, নিশ্চিত তাঁর সম্পর্কে সবার মধ্যে এই ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে , যে তিনি খুবই রাগি মানুষ। তিনি বলেন,” আমি খুব সহজে সকলের সঙ্গেই দারুণ সময় কিটিয়েছি, যদিও  আমি রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যাই, তবে কারণ ছাড়া তো সকলের উপর রাগ করবোনা, তাহলে সবাই ভয় পায় কেনো বুঝতে পারিনা।” আপাতত রাখি গুলজার কলকাতায় ছবির ট্রলার লঞ্চে এসেও নিজের মেজাজেই  সামলেছেন কলকাতার সাংবাদিকদের। তবে সবথেকে বেশি উপভোগ করছেন কলকাতার রাস্তায় ঘুরে নানা ধরণের কলকাতার খাবারের স্বাদ নিতে। স্যোশাল মিডিয়ায় সেই সব ছবি ভাইরাল। এই বয়েসেও রাখি গুলজারের হাসি একই রকম সম্মোহন সৃষ্টি করে।