EXCLUSIVE: ফাঁকা ঘরে অনন্যার শরীরের মাপ জানতে চায় পরিচালক, TV9-এ বিস্ফোরক অভিনেত্রী!

Bhaswati Ghosh | Edited By: জয়িতা চন্দ্র

Jan 19, 2025 | 7:01 PM

Ananya Chatterjee: এই ইন্ডাস্ট্রিকেই কাছ থেকে দেখেছেন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। তিনিও একজন মহিলা। তিনিও একটা সময় নতুন পথচলা শুরু করেছিলেন। তিনি কি কখনও এমন অপৃতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন?

EXCLUSIVE: ফাঁকা ঘরে অনন্যার শরীরের মাপ জানতে চায় পরিচালক, TV9-এ বিস্ফোরক অভিনেত্রী!

Follow Us

ভাস্বতী ঘোষ

টলিপাড়ায় অনেকের কাছেই পৌঁছে যাচ্ছে কম্প্রোমাইজের প্রস্তাব। নয়তো তাঁদের কাজ দেওয়া হবে না। সম্প্রতি এই প্রসঙ্গে অনেকেই মুখ খুলছেন। এক অভিনেত্রী কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এই বিষয় অভিযোগও জানিয়েছেন। এই টলিপাড়ারই অন্যতম চেনা মুখ সদস্য অনন্যা চট্টোপাধ্যায়। ইন্ডাস্ট্রিকে বহু দিন কাছ থেকে দেখেছেন অভিনেত্রী। একটা সময় নতুন পথচলা শুরু করেছিলেন নায়িকা। কিন্তু অনন্যাকে কি কখনও এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল? হলেও কে ছিলেন সেই ব্যক্তি? ‘কাস্টিং কাউচ’ নিয়ে TV9 বাংলায় বিস্ফোরক সাক্ষত্‍কার দিলেন অভিনেত্রী।

বরাবরই অনন্যা স্পষ্ট বক্তা। এদিনও তার ব্যতিক্রম হল না। তিনি বললেন, “আমি খুব ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন ১৯ বছর বয়স। আমার প্রথম কাজ ইচ্ছের বিরুদ্ধে ছিল। আমি অভিনয় করতে চাইনি। তবে যে পরিচালকের হাত ধরে কাজটা পাই, তাঁকে সকলে খুব সম্মান করতেন। সেই সময় এক প্রযোজক ছিলেন। তিনি আমায় কাজের জন্য ডেকে পাঠান। আমার প্রথম কাজ তাঁর ভাল লেগেছিল। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। যখন আমি কনফারেন্স রুমে ঢুকলাম, দেখি সবটাই ফাঁকা, উনি একা বসে আছেন। আমায় প্রশ্ন করেছিলেন, তোমার Vital Statistics কী? আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উত্তরে আমায় বলা হয়, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই। আমি উত্তর দিয়েছিলাম, আপনি তো বড় পরিচালক-প্রযোজক, আপনি যদি আমাকে দেখে না বোঝেন, তাহলে তো আপনার পরিচালক হওয়াই উচিত নয়। তারপরই তিনি চিৎকার করে বলতে শুরু করেন, তুমি জান আমি কে? আমি অমুকের, তমুকের সাইজ জানি…।”

পরিচালক-প্রযোজকের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শোনার পর অনন্যা তাঁকে বলেছিলেন, “এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝবেন আমি কে।” এখানেই না থেমে অনন্যা সে দিন বন্ধ ঘরের মধ্য়ে তাঁকে বলা সব কথা জানিয়ে দিয়েছিলেন ইন্ডাস্ট্রিরই পরিচিত বিশ্বস্ত ব্যক্তিকে। আর এর পরেই চাউর হয়ে যায় সেই কুকথা। অনন্যার দাবি অনুযায়ী এর পরেই সেই কীর্তিমান পরিচালক-প্রযোজকের অফিস থেকে বার বার তাঁকে এবং তাঁর মা,বাবাকে যোগাযোগ করা হয়। বল হয় এমন ঘটনার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

টালিগঞ্জে সম্প্রতি ভীষণ ভাবে চর্চায় উঠে আসা ‘কম্প্রোমাইজ’ সংক্রান্ত ঘটনা প্রবাহে অনন্যা চট্টোপাধ্যায়ের মতো বলিষ্ঠ অভিনেত্রী ও দৃপ্ত ব্যক্তিত্বের এমন বিস্ফোরক স্বীকারোক্তি যে নতুন মাত্রা জুড়ল তা আর বলার অপেক্ষা রাখে না।

Next Article