মৌসুমী চট্টোপাধ্যায়ের ঘুম উড়ে গিয়েছে। আরজি কর কাণ্ডে উত্তাল শহর। তিনি কি মুম্বইয়ে বসে নজর রাখছেন? মৌসুমীর গলায় হতাশা– ‘রাতে ঘুম হচ্ছে না। সারা দিন আরজি কর কাণ্ড ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না। আমি শোকাহত, হতাশ, রাগ
সামলাতে পারছি না, বিরক্ত হয়ে যাচ্ছি’। শহরে যে আন্দোলন চলছে, তাতে প্রতি মুহূর্তে নজর রাখছেন অভিনেত্রী। তিনি যোগ করলেন, ‘হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা কেউ রাস্তা ছাড়বেন না। এই ঘটনার বিচার না পাওয়া পর্যন্ত আমাদের লড়াই
চালিয়ে যেতে হবে। মানুষের বাড়িতে যাঁরা রান্না করেন, যাঁরা চাষের কাজের সঙ্গে যুক্ত, সকলকে আমি বলছি, রাস্তা ছাড়বেন না ‘। সুপ্রিম কোর্টের শুনানির দিকে চোখ রাখছিলেন মৌসুমী। সে সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া, ‘জাস্টিস পেতে দেরি হলে কী করে হবে?
আমরা দ্রুত বিচার চাই।’ এই কথাগুলো বলার সময় অসম্ভব বিরক্তি ছিল তাঁর গলায়।
এত গেল পরিস্থিতির কথা। রাজ্য, গোটা দেশ এখন তিলোত্তমার বিচার চেয়ে ফুঁসছে। কিন্তু তাতে তো আর কাজ থেমে থাকে না। তাই বিভিন্ন পেশার মানুষ পালা করে নামছেন পথে। থেমে নেই কোনও ক্ষেত্রেরই কাজ। থেমে নেই টলিপাড়াও। পথে নেমেছেন তাঁরাও। আবার পুরো দমে চলছে ছবির কাজ। আর এই টালমাটাল পরিস্থিতিতেই বড় সিদ্ধান্ত নিলেন মৌসুমী। বহুদিন পর একটা বাংলা ছবি করতে রাজি হয়েছেন অভিনেত্রী। কেন এই ছবি করার কথা ভাবলেন! TV9 বাংলার প্রশ্নে মৌসুমী বলছেন, ‘ছবিটার নাম ’আড়ি’। নামটা আমার খুব পছন্দ হয়েছে, ছবিটার যে বার্তা সেটা ভাল লেগেছে। চরিত্রটা মন দিয়ে শুনেছি। আমার
সঙ্গে মানানসই। তাই মনে হল, একটা বাংলা ছবি করি।’
মৌসুমী বাংলা ছবিতে থাকলে, দর্শকের বাড়তি আগ্রহ থাকে। যেমন ‘গয়নার বাক্স’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে এবার টলিউডের নতুন প্রজন্মের এক পরিচালকের সঙ্গে কাজের ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করলেন এই অভিনেত্রী। ছবিতে টলিউডের এক দম্পতিকে দেখা যাবে। ছবির শুটিং করতে শহরে আসার আগে TV9 বাংলার মাধমে অভিনেত্রীর জোরালো দাবি, ‘কলকাতা এসে তখনই ভাল লাগবে, যখন এমন নৃশংস ঘটনার সঙ্গে জড়িত সব দোষীরা শাস্তি পাবেন। আপনারা প্রতিবাদ থামাবেন না’।