শ্রীদেবীর ছবির রিমেকে জাহ্নবী? তথ্য দেখেই রেগে গেলেন নেটিজেনরা

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ১৯৮৯ সালের আইকনিক সিনেমা 'চালবাজ'-এর রিমেক ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন শ্রদ্ধা কাপুর। ছবির নাম রাখা হয়েছিল 'চালবাজ ইন লন্ডন'। তবে পরে শ্রদ্ধার পরিবর্তে জাহ্নবী কাপুর-কে নেওয়া হয়। সম্প্রতি একটি নতুন প্রতিবেদনের পর এই বিষয়টি আবার আলোচনায় এসেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী 'চালবাজ'-এর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ লুফে নিয়েছেন। এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন—জাহ্নবী কাপুরকেই কেন বেছে নেওয়া হচ্ছে?

শ্রীদেবীর ছবির রিমেকে জাহ্নবী? তথ্য দেখেই রেগে গেলেন নেটিজেনরা

| Edited By: Bhaswati Ghosh

Sep 03, 2025 | 2:19 PM

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর ১৯৮৯ সালের আইকনিক সিনেমা ‘চালবাজ’-এর রিমেক ২০২১ সালে ঘোষণা করা হয়েছিল, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন শ্রদ্ধা কাপুর। ছবির নাম রাখা হয়েছিল ‘চালবাজ ইন লন্ডন’। তবে পরে শ্রদ্ধার পরিবর্তে জাহ্নবী কাপুর-কে নেওয়া হয়। সম্প্রতি একটি নতুন প্রতিবেদনের পর এই বিষয়টি আবার আলোচনায় এসেছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহ্নবী ‘চালবাজ’-এর মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ লুফে নিয়েছেন। এরপর অনেকেই প্রশ্ন তুলেছেন—জাহ্নবী কাপুরকেই কেন বেছে নেওয়া হচ্ছে?

প্রতিবেদনে বলা হয়েছে, “জাহ্নবীর কাছে ‘চালবাজ’ কেবল একটি ছবি নয়, এটা আবেগ। তিনি মুখ্য ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়েই সেটি নিয়েছেন, তবে খুব সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। তিনি চারপাশের লোকজনের মতামত নিচ্ছেন। তিনি উত্তেজিত, তবে তুলনা নিয়ে কিছুটা চিন্তিত। আশা করা হচ্ছে সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি ছবিটি করবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, জাহ্নবী কাপুরের সিনেমাগুলো বক্স অফিসে সফল না হলেও তাঁকেই কেন বারবার নেওয়া হচ্ছে। অনেকে মন্তব্য করেছেন, সান্যা মালহোত্রা এই চরিত্রের জন্য “সঠিক পছন্দ” হতেন।একজন বলেন, “আর কত সিনেমা দেখতে হবে আমাদের, যতক্ষণ না জাহ্নবী দয়া করে অভিনয় ছেড়ে দেন? তাঁর অভিনয় জানা নেই। প্লিজ, এই ছবিটা নষ্ট না করলে ভালো।” আর একজন প্রশ্ন তোলেন, “জাহ্নবী কাপুর কেন? এই ছবিটা তো শ্রদ্ধা কাপুরের সঙ্গে তৈরি হওয়ার কথা ছিল, তাই না?” আরও একজন লেখেন, “এরপর তো জাহ্নবী ‘সাদমা’-র রিমেকও করবেন!”