Farhan Akhtar-Shibani Dandekar: ফারহান, শিবানীর বিয়েতে আমন্ত্রিত কারা?

TV9 Bangla Digital | Edited By: উত্‍সা হাজরা

Feb 18, 2022 | 10:40 AM

২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে শিবানী ডান্ডেকার, ফারহান আখতার। বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় কারা?

1 / 6
২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ফারহান আখতার শিবানী ডান্ডেকার। না কোনও বিগ ফ্যাট ওয়েডিং নয় একদম কাছের মানুষদের উপস্থিতিতে ছোটর উপরেই সারতে চলেছেন অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কারা? দেখে নেওয়া যাক

২১ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ফারহান আখতার শিবানী ডান্ডেকার। না কোনও বিগ ফ্যাট ওয়েডিং নয় একদম কাছের মানুষদের উপস্থিতিতে ছোটর উপরেই সারতে চলেছেন অনুষ্ঠান। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন কারা? দেখে নেওয়া যাক

2 / 6
আমির খান ফারহানের পরিবারের ভীষণই কাছের।ফারহান পরিচালিত প্রথম ছবি দিল চাহতা হ্যায়-তে অভিনয়ও করেছিলেন অভিনেতা।

আমির খান ফারহানের পরিবারের ভীষণই কাছের।ফারহান পরিচালিত প্রথম ছবি দিল চাহতা হ্যায়-তে অভিনয়ও করেছিলেন অভিনেতা।

3 / 6
হৃত্বিকের সঙ্গে ফারহানের বন্ধুত্ব বহুদিনের। তাঁদের একই  ছবিতে দেখেছে দর্শক। সুতরাং তাঁদের বিয়েতে দেখা যেতে পারে হৃত্বিককে।

হৃত্বিকের সঙ্গে ফারহানের বন্ধুত্ব বহুদিনের। তাঁদের একই ছবিতে দেখেছে দর্শক। সুতরাং তাঁদের বিয়েতে দেখা যেতে পারে হৃত্বিককে।

4 / 6
শানদারে আলিয়ার সহ-অভিনেত্রী ছিলেন শিবানী। ফারহানের পরবর্তী ছবি জি লে জ়ারাতেও অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। তাই তাঁদের বিয়েতে দেখা যেতে পারে নায়িকাকে।

শানদারে আলিয়ার সহ-অভিনেত্রী ছিলেন শিবানী। ফারহানের পরবর্তী ছবি জি লে জ়ারাতেও অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। তাই তাঁদের বিয়েতে দেখা যেতে পারে নায়িকাকে।

5 / 6
শিবানী, ফারহান দুজনেরই কাছের মানুষ ডিনো মোরিয়া।

শিবানী, ফারহান দুজনেরই কাছের মানুষ ডিনো মোরিয়া।

6 / 6
শিবানী এবং রিয়া দুজনেই খুব ভাল বন্ধু। রিয়ার দুঃসময়ে সবসময়ে পাশে থেকেছে শিবানী। সুরাং প্রিয় বন্ধুর বিশেষ দিনে দেখা যেতে পারে রিয়াকে।

শিবানী এবং রিয়া দুজনেই খুব ভাল বন্ধু। রিয়ার দুঃসময়ে সবসময়ে পাশে থেকেছে শিবানী। সুরাং প্রিয় বন্ধুর বিশেষ দিনে দেখা যেতে পারে রিয়াকে।