‘পোশাকের জন্য আমার সম্পর্ক ভেঙেছে…’, কোন সত্যি সামনে আনলেন ফাতিমা

লক্ষণীয় ফাতিমা প্রেম করছিলেন, আমির খানের সঙ্গে, এমন খবরে বলিউড সরগরম ছিল। যদিও আমির বা ফাতিমা কোনওদিন  এই সম্পর্কের কথা স্বীকার করেননি। এখন আমির খান নতুন প্রেমিকাকে মিডিয়ার সামনে এনেছেন। তাই ফাতিমা যে তাঁর প্রেমিকা নয়, সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি ফাতিমা এটাও জানিয়েছেন, তিনি এখন সিঙ্গল।

পোশাকের জন্য আমার সম্পর্ক ভেঙেছে..., কোন সত্যি সামনে আনলেন ফাতিমা

| Edited By: Bhaswati Ghosh

Jul 19, 2025 | 9:46 AM

পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পোশাক নিয়ে বহু সময়ে কথা বলেন পুরুষরা। এমনকী বিভিন্ন বাড়িতে মহিলারা কেমন পোশাক পরতে পারেন, সেটা নিয়ে অনেক নিয়ম তৈরি করে দেওয়া হয়। এবার ফাতিমা সানা শেখ মুখ খুললেন, মহিলাদের উপর পোশাক সংক্রান্ত নিয়ম চাপিয়ে দেওয়ার এই অভ্যাস নিয়ে। ফাতিমা জানিয়েছেন, ”আমার জীবনের সবচেয়ে দীর্ঘ প্রেম ভেঙেছে, এই পোশাকের কারণে। কিন্তু কেন সেটা হয়েছে বলতে পারব না…”।

এরপর অভিনেত্রী যোগ করেছেন, ”অনেক সময়ে পুরুষদের মনে হয়, তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন কোনও মহিলা। অন্য কারও সঙ্গে সম্পর্ক তৈরি করে। যদিও কোনও যুক্তি থাকে না। পুরুষটি এমনিতে বুঝতে পারেন, এর পিছনে কোনও যুক্তি নেই। কিন্তু তাঁর কথোপকথনে বেরিয়ে আসে যে তিনি সন্দেহ করছেন।”

ফাতিমা খোলসা করেছেন, পোশাক সংক্রান্ত কোনও শর্ত দিলে, সেটা তিনি মানতে পারেন না। ফাতিমার এমন মন্তব্য সামনে আসার পর, নেটিজেনদের অনেকেই তাঁকে সমর্থন করেছেন। একজন লিখেছেন, ”এই কথাটা বলে আপনি যে কত বড় উপকার করলেন, নিজেও জানেন না। পোশাক নিয়ে মতবিরোধের জেরে কত মেয়ের যে সম্পর্ক ভেঙেছে, তা বলার নয়।”

লক্ষণীয় ফাতিমা প্রেম করছিলেন, আমির খানের সঙ্গে, এমন খবরে বলিউড সরগরম ছিল। যদিও আমির বা ফাতিমা কোনওদিন  এই সম্পর্কের কথা স্বীকার করেননি। এখন আমির খান নতুন প্রেমিকাকে মিডিয়ার সামনে এনেছেন। তাই ফাতিমা যে তাঁর প্রেমিকা নয়, সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে। সম্প্রতি ফাতিমা এটাও জানিয়েছেন, তিনি এখন সিঙ্গল।