AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাক সেনার মেয়ের সঙ্গে দক্ষিণের প্রভাস! পহেলগাঁওয়ে অ্যাটাক হতেই বিপাকে ‘বাহুবলী’! কী ঘটল?

সম্প্রতি বহু বছর পর বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। বিপরীতে বলিউড নায়িকা বাণী কাপুর। ছবির নাম আবির গুলাল।

পাক সেনার মেয়ের সঙ্গে দক্ষিণের প্রভাস! পহেলগাঁওয়ে অ্যাটাক হতেই বিপাকে 'বাহুবলী'! কী ঘটল?
| Updated on: Apr 24, 2025 | 2:25 PM
Share

পহেলগাঁওয়ের ভয়াবহ ঘটনার প্রতিবাদে গোটা দেশে গর্জে উঠেছে। পহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় নাগরিকদের রোষে পড়েছে পাকিস্তান। দেশের সাধারণ মানুষ থেকে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষরাও, গোটা ঘটনার তীব্র নিন্দা করছেন। সেই নিন্দাকে সঙ্গে পাক অভিনেতাদের বয়কট করার ডাক উঠেছে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও।

সম্প্রতি বহু বছর পর বলিউডের ছবিতে অভিনয় করেছেন পাক অভিনেতা ফাওয়াদ খান। বিপরীতে বলিউড নায়িকা বাণী কাপুর। ছবির নাম আবির গুলাল। পহেলগাঁওয়ের ঘটনার পরে সোশাল মিডিয়ায় ফাওয়াদকে বয়কট করার ডাক উঠেছে। আর এবার পাক কন্যা অভিনেত্রী ইমান ইসমাইলকে বয়কট করার ডাক উঠল। তবে শুধুই ইমান নয়, পাক অভিনেত্রীর বিপরীতে কাজ করার কারণে প্রভাসকেও বয়কট করার ডাক উঠল সোশাল মিডিয়ায়।

ইমান ইসমাইল। দক্ষিণী নায়ক প্রভাসের নতুন ছবি ফৌজির নায়ক। সোশাল মিডিয়ায় রটেছে, ইমানের জন্ম পাকিস্তানে। তার বাবা ছিলেন সেনাকর্মী। তবে অভিনেত্রীর পরিবার এই মুহূর্তে থাকেন আমেরিকায়। প্রভাসের এই ফৌজি ছবি থেকেই তাঁর সিনেমা কেরিয়ার শুরু। এই মুহূর্তে ইমান দুবাইয়ে রয়েছেন ফৌজি ছবির প্রচারে। তার মাঝেই নায়িকাকে বয়কটের ডাক। পহেলগাঁও হত্যালীলার তীব্র নিন্দা করে, পাকিস্তানের সঙ্গে সব রকম সম্পর্ক ছেদ করতেই অভিনেতা ও অভিনেত্রীদের বয়কটের ডাক।

তবে সোশাল মিডিয়ায় ইমানকে নিয়ে নানা খবর রটলেও, জানা গিয়েছে, তিনি মোটেই পাককন্যা নন। বরং তিনি ও তাঁর পরিবার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার বাসিন্দা।