১ মে ফেডারেশনের মেগা মিটিং! কাদের বিরুদ্ধে ক্ষোভ?
সমস্যার সমাধানে এগিয়ে আসতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিচালকেরা দাবি করেন, ফেডারেশনের সমস্যা আবার কখনও বেঁকে বসেন উল্টো দিকে থাকা কলাকুশলীরা। এমনকি এই দুই পক্ষের লড়াই কোর্ট পর্যন্ত গড়িয়েছে।

বহুদিন ধরেই চলছে দড়ি টানাটানির খেলা চলছে টলিপাড়ার অন্দর মহলে। একদিকে রয়েছে পরিচালক প্রযোজকদের কিছু অংশ, অন্যদিকে রয়েছে ফেডারেশন অর্থাৎ ছবির কলাকুশলীরা। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে এই দুই দলের মধ্যে নানা সমস্যার কথা। আর সেখান থেকেই টলিপাড়ায় দেখা যায় অচলাবস্থা। সেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হয় স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও পরিচালকেরা দাবি করেন, ফেডারেশনের সমস্যা আবার কখনও বেঁকে বসেন উল্টো দিকে থাকা কলাকুশলীরা। এমনকি এই দুই পক্ষের লড়াই কোর্ট পর্যন্ত গড়িয়েছে।
এই অবস্থায় সিনেদুনিয়ার অন্দরের খবর, আগামী ১ মে শ্রমিক দিবসে মেগা মিটিং করতে চলেছে ফেডারেশনের সমস্ত কলাকুশলীরা। তাঁদের নিজেদের নানা অধিকার আদায়ের জন্যে কলাকুশলীদের কাজের অধিকার রক্ষার্থে এই মিটিং। সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে, সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে, সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়তে চাইছে ফেডারেশনের কলাকুশলীরা। আদতে কাদের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে ফেডারেশনের কলাকুশলীরা নজর থাকবে সেই দিকেই।





