Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খুন হয়েছে পাহাড়ে! কারা খুনি? দেখুন তো চিনতে পারেন কি না!

অঞ্জন দত্তের নতুন ওয়েব সিরিজের শুটিং হল দার্জিলিংয়ে। ‘মার্ডার ইন দ্য হিলস’।

খুন হয়েছে পাহাড়ে! কারা খুনি? দেখুন তো চিনতে পারেন কি না!
মার্ডার ইন দ্য হিলস।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2021 | 4:04 PM

‘খাদের ধারের রেলিঙটা/সেই দুষ্টু দোদো সিরিংটা/আমার শৈশবের দার্জিলিংটা’—এ গান বাঙালির ঠোঁটে লেগে রয়েছে। পাইন গাছের পাশ দিয়ে আঁকাবাঁকা পথে গাড়ি ছুটেছে, ততবার হেডফোনে লুপে বেজেছে অঞ্জন দত্তর গান। অঞ্জন দত্ত এবং দার্জিলিং ওতপ্রোতভাবে জড়িয়ে। তা-ই যেন তেন প্রকারণে তিনি বারবার ফিরে যান পাহাড়ের রাণির কাছে।

 

আরও পড়ুন এ বার আবার ভালবাসা-প্রতারণার সঙ্গে ‘সেক্স’ নিয়ে ফিরছেন দিবাকর

 

তবে এবার একা দার্জিলিং যাননি গায়ক-পরিচালক। নিয়ে গিয়েছেন গোটা ফিল্মের ক্র্যুকে। ‘এসভিএফ’ পরিচালিত তাঁর নতুন ওয়েব সিরিজের শুটিং হল দার্জিলিংয়ে। ‘মার্ডার ইন দ্য হিলস’। অঞ্জনের সঙ্গে যোগ দিলেন, অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বসু, সন্দীপ্তা সেন, রাজদীপ গুপ্ত, সৌরভ চক্রবর্তী, সুপ্রভাত দাস, রজত গঙ্গোপাধ্যায় প্রমুখ। এই প্রথম ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে অঞ্জন দত্ত। সিরিজের চরিত্রদের ফার্স্ট লুক রিলিজ হল আজ। মুখে চরুট নিয়ে বসে পরিচালক অঞ্জন। সন্দীপ্তাকে দেখা গেল রেড ব্লেজারে। উৎকণ্ঠা ভরা এক মুখে ওয়াচ টাওয়ারের সামনে অর্জুনকে। কফি মাগ হাতে অনিন্দিতা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। রাজদীপের চোখে সানগ্লাস, গলায় মাফলার। সৌরভ চেয়ে আছেন এক দৃষ্টিতে। প্রত্যেকটি চরিত্রের মধ্যে যেন এক রহস্য ঘনীভূত হচ্ছে।

 

 

এক জন্মদিনের পার্টিতে রহস্যজনকভাবে একজনের মৃত্যু, আপাতদৃষ্টিতে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক মনে হলেও, সাংবাদিক এক মৃত্যুর রহস্যের গন্ধ পায়। সত্যিই কি হার্ট অ্যাটাক নাকি খুন? এই রহস্যের কিনারা খোঁজার চেষ্টা চলে গোটা ওয়েব সিরিজে।