Mini Mathur: ডিনার করতে গিয়ে এক রাতে ২০ লক্ষ উড়িয়ে দেন মিনি!

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 09, 2023 | 1:43 PM

Anchor Mini Mathur: একটি কুইজ় থেকে ২০ লক্ষ টাকা জিতেছিলেন মিনি। সেই টাকা দিয়ে কী করলেন তা জানতে চাওয়া হলে তিনি জানান, এক রাতেই সব টাকা শেষ করে ফেলেছিলেন।

Mini Mathur: ডিনার করতে গিয়ে এক রাতে ২০ লক্ষ উড়িয়ে দেন মিনি!
ডিনার করতে গিয়ে এক রাতে ২০ লক্ষ উড়িয়ে দেন মিনি!

Follow Us

টেলিভিশন (Television) দুনিয়ায় সঞ্চালক হিসেবে বেশ পরিচিতি আছে মিনি মাথুরের (Mini Mathur)। জনপ্রিয় রিয়ালিটি শো, ‘ইন্ডিয়ান আইডল (Indian Idol)‘ থেকে শুরু করে এমটিভির বহু শো-য়ে সঞ্চালনা করেছেন। সম্প্রতি সাইরাস ব্রোয়েচার পডকাস্টে নিজের জীবনের নানা ঘটনা শেয়ার করছেন পরিচালক কবীর খানের স্ত্রী। সেই আড্ডাতেই জানান, এক সন্ধ্য়ায় ২২ লক্ষ টাকা উড়িয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, কাজ শুরু করার পর পর্যাপ্ত পারিশ্রমিক পেতেন না। তাও জানান। আর কী বলছেন মডেল-নায়িকা?

একটি কুইজ় থেকে ২০ লক্ষ টাকা জিতেছিলেন মিনি। সেই টাকা দিয়ে কী করলেন তা জানতে চাওয়া হলে তিনি জানান, এক রাতেই সব টাকা শেষ করে ফেলেছিলেন। মিনির কথায়, “ওই কুইজ় থেকে ২০ লক্ষ টাকা জিতেছিলাম। ২২ জনকে নিয়ে এক দামি র রেস্তোঁরায় গিয়ে ডিনার করে সব টাকা শেষ করে দিয়েছিলাম।” এক সন্ধ্যায় ২০ লক্ষ টাকা খরচ, ভাবা যায়! কেরিয়ারের শুরুতে এমটিভির একটি শো-য়ে সঞ্চালনা করে ৫০,০০০ টাকা পেতেন, যা দিল্লীতে অন্য়ান্য টেলিভিশন শো সঞ্চালনা করে যা উপার্জন করতেন তার কাছে কিছুই নয়।

সুস্মিতা সেনের পরিবর্ত হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন মিনি। একটি অ্য়াড ক্যাম্পেনে মডেল হিসেবে সুস্মিতা সেন না আসায় তাঁর জায়গায় সুযোগ পান তিনি। সেখান থেকেই শুরু কেরিয়ার। তারপর একের পর এক রিয়্যালিটি শো, মডেলিং। আর পিছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয় শো ‘ইন্ডিয়ন আইডল’-এর জন্ম লগ্ন থেকে এই শো-য়ের সঙ্গে ছিলেন মিনি। পরপর ৬টি সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাঁকে। তবে ব্যক্তিগত কারণে সেই পথ ছেড়েছেন। তাঁর দাবি, “ইন্ডিয়ন আইডল’তার ইফএসপি হারিয়েছে। সবটাই এখন স্ক্রিপটেড। রিয়্য়ালিটি বলে আর কিছু বেঁচে নেই। তাই নিজের ইচ্ছেতেই ছেড়েছেন ওই পথ। ইন্ডিয়ান আইডেলের পর এমটিভির বহু শো-য়ে কাজ করেছেন। বর্তমানে অ্য়ামাজন প্রাইমের সিরিজ় ‘মাইন্ড অফ মালহোত্রা’-তে অভিনয় করছেন মিনি।