Big Boss 15: জেনে নিন, বিগ বসের ঘরে প্রতিযোগীদের কার কত পারিশ্রমিক?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Oct 05, 2021 | 4:31 PM

২ অক্টোবর থেকে শুরু বিগ বসের নতুন সিজন। বলিউড সুপারস্টার সলমন খানকে আবারও দেখা যাচ্ছে সঞ্চালকের ভূমিকায়। এই শোয়ে প্রতিযোগীরা কে কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন কি?

1 / 6
বিগ বস ১৫-এর প্রতিযোগী করণ কুন্দ্রার প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৮ লক্ষ টাকা। অর্থাৎ প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক নেন করণ।

বিগ বস ১৫-এর প্রতিযোগী করণ কুন্দ্রার প্রতি সপ্তাহের পারিশ্রমিক ৮ লক্ষ টাকা। অর্থাৎ প্রতিদিন ১ লক্ষ ২০ হাজার টাকা পারিশ্রমিক নেন করণ।

2 / 6
জয় ভানুশালির সঞ্চালনা, তাঁর সঠিক কমিক সময় কার না ভাল লাগে। তবে এবার বিগ বসের প্রতিযোগী জয়। সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিক ১১ লক্ষ। প্রতিদিনের হিসেব করলে যা দাঁড়ায় ১ লক্ষ ৬৫ হাজার।

জয় ভানুশালির সঞ্চালনা, তাঁর সঠিক কমিক সময় কার না ভাল লাগে। তবে এবার বিগ বসের প্রতিযোগী জয়। সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিক ১১ লক্ষ। প্রতিদিনের হিসেব করলে যা দাঁড়ায় ১ লক্ষ ৬৫ হাজার।

3 / 6
বিগ বসে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপকদের মধ্যে অন্যতম শমিতা শেট্টি। প্রতি সপ্তাহে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী। দিনে যা দাঁড়ায় ৭০ হাজার টাকা।

বিগ বসে সবথেকে বেশি পারিশ্রমিক প্রাপকদের মধ্যে অন্যতম শমিতা শেট্টি। প্রতি সপ্তাহে ৫ লক্ষ টাকা পারিশ্রমিক পান অভিনেত্রী। দিনে যা দাঁড়ায় ৭০ হাজার টাকা।

4 / 6
তেজস্বী প্রকাশ, ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয়। তেজস্বীর পারিশ্রমিক প্রতি সপ্তাহে ১০ লক্ষ টাকা।

তেজস্বী প্রকাশ, ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয়। তেজস্বীর পারিশ্রমিক প্রতি সপ্তাহে ১০ লক্ষ টাকা।

5 / 6
ডোনাল বিশ্ত অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী- মডেল। বিগ বসে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক প্রতি সপ্তাহে।

ডোনাল বিশ্ত অভিনেত্রী টেলিভিশন অভিনেত্রী- মডেল। বিগ বসে ৪ লক্ষ টাকা পারিশ্রমিক প্রতি সপ্তাহে।

6 / 6
বিগ বস ১৫-র প্রথম প্রতিযোগী প্রতীক। প্রতি সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিক ২ লক্ষ টাকা। দিনে যা দাঁড়ায় ৩০ হাজার টাকা।

বিগ বস ১৫-র প্রথম প্রতিযোগী প্রতীক। প্রতি সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিক ২ লক্ষ টাকা। দিনে যা দাঁড়ায় ৩০ হাজার টাকা।

Next Photo Gallery