ছেলের নাম মাইক টাইসন! মায়ের পোস্টে অপলক দৃষ্টিতে তাকিয়ে আব্রাম

শুভঙ্কর চক্রবর্তী |

Feb 10, 2021 | 6:31 PM

মায়ের ইনস্টা প্রোফাইলে মাঝেমাঝেই আব্রামের ‘কিউট’ ছবি শেয়ার হয়। আব্রাম একেবারে লাজুক নয় বরং ভীষণ ক্যামেরাপ্রিয়।

ছেলের নাম মাইক টাইসন! মায়ের পোস্টে অপলক দৃষ্টিতে তাকিয়ে আব্রাম
আব্রাম।

Follow Us

শাহরুখপত্নী গৌরি খানের নতুন পোস্টে ছেলে আব্রামের ছবি নিয়ে উচ্ছ্বাস তুঙ্গে। বুধবার, ইন্টিরিয়ার ডেকরেটর এক ‘সুপারকিউট’ ছবিটি পোস্ট করেন।

 

আরও পড়ুন কেন নোরাকে দর্শক আরও সম্মান করবে? জানালেন স্বয়ং

 

ছাই রঙা টিশার্ট। এলোমোলে চুলে আব্রাম। হাতে লাল রঙের বক্সিং গ্লাভস। ক্যামেরার দিকে চেয়ে আছেন আব্রাম। পোস্ট করা ছবিতে এক বুদ্ধিদীপ্ত ক্যাপশানও দিয়েছেন গৌরি। বক্সিং লিজেন্ড মাইক টাইসনের সঙ্গে মিলিয়ে দিয়েছেন তাঁর সন্তানকে। গৌরি লিখেছেন, ‘আমার মাইক টাইসন’।

 

 

গৌরির ‘ইনস্টাফ্যামিলি’ ঝাঁপিয়ে পড়েছে পোস্টে। কেউ লিখেছেন ‘কিউটি’, আরেকজন লিখেছেন ‘কিউটেস্ট’। হার্ট ইমোটিকনসে ছেয়ে গিয়েছে গৌরির পোস্ট। গৌরির প্রিয় বন্ধু মালাইকা আরোরা, অমৃতা অরোরা, ফারাহ খান, নীলম কোঠারিও রিঅ্যাক্ট করেছেন পোস্টে। ফারাহ কমেন্টও করেছেন, লিখেছেন, ‘অসাধারণ ছেলে।’ আর মালাইকা লেখেন ‘কিউটি’।

 

গৌরি-শাহরুখের সন্তান আব্রাম। আরিয়ান ও সুহানা তাঁদের আরও দুই সন্তান। এবং দু’জনেই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন। তবে আব্রাম মা-বাবার সঙ্গে মুম্বইতে রয়েছে। মায়ের ইনস্টা প্রোফাইলে মাঝেমাঝেই আব্রামের ‘কিউট’ ছবি শেয়ার হয়। আব্রাম একেবারে লাজুক নয় বরং ভীষণ ক্যামেরাপ্রিয়।

 

 

কিছুদিন আগে এক ভিডিও পোস্ট করেন গৌরি। ভিডিওতে দেখা যায় মন দিয়ে গল্পের বইয়ের দিকে তাকিয়ে আছে আব্রাম আর সেই বই রয়েছে বাবা শাহরুখের হাতে। গৌরি ক্যাপশানে লেখেন, ‘ভয়ানক সব গল্প শুনছে…প্রিয় বই, প্রিয় গান এবং প্রিয় মানুষের সঙ্গে জন্মদিন উদযাপন।’

 

Next Article