সোশ্যাল মিডিয়ায় জেনেলিয়া ডি সুজা ভীষণ অ্যাক্টিভ। স্বামী রিতেশের সঙ্গে ছবি হোক কিংবা দুই ছেলে রাহিল বা রিয়ান হোক, বেশ ‘ফ্লন্ট’ করে তাঁদের ছবি নিয়মিত পোস্ট করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি যে ভিডিয়ো জেনেলিয়া পোস্ট করেছেন তা একাধারে যেমন উদ্বেগজনক তেমনই বেশ মজাদারও।
আরও পড়ুন “বনসালীর ছবির নাম বদলাতে হবে”—দাবি মহারাষ্ট্রের কংগ্রেস বিধায়কের
কিছুদিন ধরেই স্কেটিং শিখছিলেন জেনেলিয়া। এবং তা শিখতে গিয়ে এক দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। সেই দুর্ঘটনার কবলে পড়ে তাঁর বাঁ হাতে বড় রকমের চোটও লাগে। দুর্ঘটনার ভিডিয়ো থেকে শুরু করে আজকের পরিস্থিতি, জেনেলিয়া ভাগে ভাগে শুট করেছেন ভিডিয়ো। ব্যাকগ্রাউন্ড স্কোরে চলছিল ভীষণ ট্রেন্ডিং সেই ‘পাওরি হো রহি হ্যায়’ #Pawri।
ভিডিয়ো পোস্ট করে ক্যাপশানে জেনেলিয়া লেখেন, ‘কিছু সপ্তাহ ধরে আমি স্কেটিং শিখছিলাম কারণ আমার মনে হয়েছে আমার সন্তানদের অনুপ্রেরণা এবং সঙ্গ দিতে পারব। আমি ভেবেছিলাম স্কেটিং শিখে ফেলার পর একটা দারুণ ভিডিয়ো আপলোডও করব। হায়!!! ইনস্টাগ্রামে সবসময় সাফল্যের গল্প দেখতে পাওয়া যায়, কিনতু কী হবে যখন আমরা অসফল হব? তাই এই ভিডিয়ো আপলোড করলাম। কিছু সময়ে ওড়ার আগে আমাদের পড়তেও হয়। আমি আশা করি আমার এই পড়ে যাওয়ার আগে যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমি চেষ্টা করব এবং সফল না হওয়া অবধিই আমি চেষ্টা করব (আশা করি আর কোনও পড়ে যাওয়া থাকবে না) সকল সুন্দরী মহিলাদের জানাই নারী দিবসের শুভেচ্ছা।’