Ghorer Bioscope Award 2025: ওটিটি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার উঠল এবার কার হাতে?

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Ghorer Bioscope Award 2025: ওটিটি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার উঠল এবার কার হাতে?

| Edited By: আকাশ মিশ্র

Dec 14, 2025 | 7:53 PM

গত কয়েকবছরে ওটিটির জনপ্রিয়তা রমরমিয়ে বেড়েছে। মূল ধারার ছবির পাশাপাশি ওটিটির কাজ নিয়ে বেজায় চর্চা এখন তুঙ্গে। ক্রমে উন্নত হচ্ছে চিত্রনাট্যের মান, বাড়ছে প্রতিযোগিতা। প্রতিটা অভিনেতাই নিজের সেরাটা দিয়ে দর্শকদের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতারা। এবার সেই বিভাগে TV9 বাংলা ঘরের বায়োস্কোপে মনোনয়ন পেয়েছিল সেরা পাঁচ। তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক অডিটোরিয়ামে।

এবার সেরা অভিনেতা ওটিটির প্রতিযোগিতার তালিকায় ছিল–

চিরঞ্জিত চক্রবর্তী (নিকষ ছায়া)
টোটা রায় চৌধুরী (ফেলুদার গোয়েন্দাগিরি)
অনির্বাণ চক্রবর্তী (পুরো পুরী একেন)
অর্জুন চক্রবর্তী (সাহেব বিবি জোকার)
সৌরভ দাস (মিল্কশেক মার্ডার)

এবার TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা অভিনেতা ওটিটি বিভাগে জোড়া বিজেতা। টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী পেলেন সেরা অভিনেতার পুরস্কার। রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।