Ghorer Bioscope Award 2025: প্রথম থেকেই প্রথমে সম্মান তুলে দেওয়া হল অপর্ণা সেনের হাতে

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।

Ghorer Bioscope Award 2025: প্রথম থেকেই প্রথমে সম্মান তুলে দেওয়া হল অপর্ণা সেনের হাতে

| Edited By: আকাশ মিশ্র

Dec 14, 2025 | 9:07 PM

বাংলা ও ভারতীয় চলচ্চিত্র জগতের এক অনন্য ব্যক্তিত্ব—অপর্ণা সেন। অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার ও সমাজমনস্ক শিল্পী হিসেবে যাঁর অবদান কয়েক দশক ধরে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে, সেই অপর্ণা সেনকে বিশেষ সম্মানে সম্মানিত করল TV9 বাংলা। তাঁর বহুমুখী সৃজনশীলতা, সাহসী ভাবনা ও মানবিক চলচ্চিত্র নির্মাণের স্বীকৃতিস্বরূপই এই বিশেষ সম্মান। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫-এ তাঁকে ‘প্রথম থেকেই প্রথমে’ সম্মান জানানো হল। অপর্ণা সেনের হাতে বিশেষ এই সম্মান তুলে দিলেন টিভি নাইন নেটওয়ার্কের সিইও বরুণ দাস এবং টিভি নাইন বাংলার ম্যানিজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। মঞ্চে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করলেও, পরিচালক হিসেবে অপর্ণা সেন বাংলা সিনেমাকে দিয়েছেন এক নতুন ভাষা। ৩৬ চৌরঙ্গী লেন, পরমা, মৃণাল সেনের ছবি, ঘরে বাইরে আজ, মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, ১৫ পার্ক অ্যাভিনিউ, ইতি মৃণালিনী, গয়নার বাক্স—প্রতিটি ছবিতেই তিনি সমাজ, সম্পর্ক ও নারীর অবস্থানকে তুলে ধরেছেন গভীর সংবেদনশীলতার সঙ্গে।

TV9 বাংলার পক্ষ থেকে তাই আজ  তাঁকে সম্মান জানানো হল। অপর্ণা সেন শুধুমাত্র একজন সফল পরিচালক নন, তিনি এমন এক শিল্পী যিনি মূলধারার বাইরে দাঁড়িয়েও দর্শকদের ভাবতে শিখিয়েছেন। নারীর কণ্ঠ, সংখ্যালঘুদের যন্ত্রণা, সম্পর্কের জটিলতা—এই বিষয়গুলো তাঁর সিনেমায় বারবার ফিরে এসেছে।

প্রসঙ্গত,

প্রসঙ্গত, তৃতীয় বর্ষের TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৫’। এবারও রাজকীয়ভাবে সেলিব্রেট করা হচ্ছে বাংলার টেলিদুনিয়ার নক্ষত্রদের অবদান। তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট বসল কলকাতার এক অডিটোরিয়ামে।

রেডকার্পেট আলো করে তারকাদের মেলা। কেউ হাসি মুখে পুরস্কার হাতে বেরচ্ছেন, কেউ আবার একবুক আশা নিয়ে পরের বছরের অপেক্ষায়। দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সকলের আগে ফলাফল জেনে নিতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।