Ghorer Bioscope Awards 2025: শুরু হয়ে গেল এবারের ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শো’, রেড কার্পেটে চাঁদের হাট

১৪ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই অ্যাওয়ার্ড শো। প্রতিবছরের মতোই এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে জমে উঠবে আজকের সন্ধ্যা। পুরস্কার জিতে নেওয়ার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে কে কোন পুরস্কার পেলেন, কে কী জানালেন দর্শকদের উদ্দেশে, সবটাই থাকবে আপনাদের জন্যে।

Ghorer Bioscope Awards 2025: শুরু হয়ে গেল এবারের ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড শো, রেড কার্পেটে চাঁদের হাট

| Edited By: আকাশ মিশ্র

Dec 14, 2025 | 10:04 PM

দেখতে দেখতে তৃতীয় বর্ষে TV9 বাংলা ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড’। টেলিভিশন ও ওটিটি দুনিয়ার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড শো। ২০২৩ সালে যাত্রা শুরু করে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রথম বর্ষেই দর্শক থেকে সেলিব্রিটিদের বিপুল সাড়া মেলায় আজ আমরা গর্বের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পন করলাম। ২০২৫-এর ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডের মনোনয়ন প্রকাশ্যে এসেছিল গত একমাস আগে। তবে থেকেই সকলের নজরে একটাই প্রশ্ন, এবার সেরার সেরা পুরস্কার জিতে নেবেন কোন কোন তারকা।

অবশেষে অপেক্ষার অবসান। । আজ অর্থাৎ ১৪ ডিসেম্বর কলকাতার এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই অ্যাওয়ার্ড শো। প্রতিবছরের মতোই এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে জমে উঠবে আজকের সন্ধ্যা। পুরস্কার জিতে নেওয়ার জন্য চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সঙ্গে কে কোন পুরস্কার পেলেন, কে কী জানালেন দর্শকদের উদ্দেশে, সবটাই থাকবে আপনাদের জন্যে।  অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। টিভি নাইন নেটওয়ার্কের সিইও বরুণ দাস। উপস্থিত ছিলেন অর্পিতা চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ, কোয়েল মল্লিক, চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, পাওলি দাম, ইধিকা পাল, দেবলীনা দত্ত, মমতা শঙ্কর,  অনির্বাণ চক্রবর্তীর মতো ব্যক্তিত্বরা। ঘরের বায়োস্কোপে দেখা মিলল এ প্রজন্মের টেলি তারকাদেরও।

পঞ্চাশে পা দিল বলিউডের মাইলস্টোন ছবি শোলে। সেই ছবিকেই বিশেষ সম্মান জানানো হল ঘরের বায়োস্কোপের মঞ্চে। মঞ্চে উপস্থিত আবির চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁদের মুখে উঠে এল শোলে ছবির শুটিং নিয়ে নানা গল্প। আবির ও পরম দুজনে জানালেন, ঘরের বায়োস্কোপে সঞ্চালক হিসেবে তাঁদের জুটিও ঠিক শোলে ছবির জয়-বীরুর মতো। পর পর তিন বছরই সঞ্চালনার দায়িত্বে তাঁরাই।

সিনেমার স্বীকৃতি তো দিকে দিকে, কিন্তু টেলিদুনিয়া? ওটিটি? যাঁরা আপনাদের নিত্যদিনের বিনোদনের সঙ্গী, ড্রইং রুমে যাঁদের নিত্য বাস, হাতের মুঠোয় যে বিনোদন, তাঁদের বিশেষভাবে সম্মান জানাতে TV9 বাংলার এই প্রয়াস। আর সেই উপলক্ষ্যেই চাঁদের হাট কলকাতার পাঁচতারা হোটেলে। কড়া টক্করে সামিল বিভিন্ন সিরিয়াল থেকে ওটিটি সিরিজ। দর্শকদের নজরে সেরা কে? সিনেবিশেষজ্ঞরাই বা এগিয়ে রাখছেন কাদের? রুদ্ধশ্বাস প্রতিযোগিতার আজই ইতি। এবার ফলাফল ঘোষণার পালা। টিভি থেকে ওটিটি, কারা পাচ্ছেন ২০২৪-২৫-এর সেরা-সেরা পুরস্কার? টানা দু’মাসের নানা পরীক্ষা-নিরীক্ষায় উঠে এল বিজেতাদের নাম। জুরি থেকে শুরু করে ভোটিং, মনোনয়নে উঠে এসেছিল সেরা পাঁচ। এবার একে একে বিজেতা নাম প্রকাশ্যে আসার পালা।

এবার জুরির তালিকায় ছিলেন– কমলেশ্বর মুখোপাধ্যায়, তন্ময় বসু, অলকানন্দা রায়, ইমন চক্রবর্তী, মমতা শঙ্কর, অনিরুদ্ধ রায় চৌধুরী, জুন মালিয়া। আজ নজরে থাকবে হার-জিতের লড়াইয়ে শেষ হাসি হাসল কে। প্রতিযোগীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিপাড়ার প্রবীণ শিল্পীরাও। লাইট ক্যামেরায় সেজে উঠেছে মঞ্চ।  দর্শকদের রায়ে সেরার সেরা কে? সেই রিপোর্ট কার্ড বেরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই।