মা হওয়ার পর স্ত্রীর প্রথম জন্মদিনে সঙ্গে নেই গৌরব, যন্ত্রণায় দগ্ধ…
গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।”
মা হওয়ার পর এই তাঁর প্রথম জন্মদিন। তবে এই বিশেষ দিনে অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষের পাশে নেই তাঁর স্বামী গৌরব চক্রবর্তী। কী ভাবছেন? ঝগড়া, অশান্তি, মনোমালিন্য? একেবারেই নয়, পাশে নেই বলে বোধহয় সঙ্গে নেই বলাই ভাল। ব্যক্তিগত কারণের জন্য শহরে নেই গৌরব। আর এই বিশেষ দিনে থাকতে না পারার কারণে যন্ত্রণায় দগ্ধ অভিনেতার মন। ঋদ্ধিমার জন্য শেয়ার করেছেন মন উজাড় করা ভালবাসা।
গৌরব লিখছেন, “এক অসাধারণ মহিলা, যিনি সম্পর্কে আমার স্ত্রী তাঁর জন্মদিন পালন করছি শহর থেকে বহু বহু যোজন দূরে। তোমায় আর ধীরকে কী ভীষণ মিস করছি। একসঙ্গে উপভোগ করার জন্য মুখিয়ে আছি। এই দূরত্বের মধ্যে অনেক ভালবাসা গচ্ছিত রাখলাম। যে উদযাপন হয়নি সেই উদযাপন আমি ফিরে এলে হবে। শুভ জন্মদিন ঋদ্ধিমা।” ঋদ্ধিমাও চুপ করে থাকেননি। দিয়েছেন দ্বিগুণ ভালবাসা। প্রকাশ্যেই বলেছেন, “ভালবাসি তোমায়”।
গত বছর পয়লা বৈশাখের সময়ই সন্তান আসার খবর জানান ঋদ্ধিমা। বেবিবাম্পের ছবি শেয়ার করে তিনি লেখেন, “একটা দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে চলেছি। পয়লা বৈশাখের শুভ দিনেই ঘোষণা করছি, আমরা সন্তানের অপেক্ষায় রয়েছি। আপনাদের শুভেচ্ছা দরকার।” গত ১৬ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে পৃথিবীর আলো দেখেছে ধীর। গৌরব-ঋদ্ধিমার জীবন এখন পরিপূর্ণ। এই মুহূর্তে অভিনয় জগৎ থেকে খানিক বিরতি নিয়েছেন ঋদ্ধিমা। ধীরকে নিয়ে কিছু দিন আগেই গিয়েছিলেন পাহাড়ে। সব মিলিয়ে জীবনকে পুরোদস্তুর উপভোগ করছেন তাঁরা।
View this post on Instagram