
বলিউড অভিনেতা গোবিন্দ-কে মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। আচমকা অসুস্থ হয়ে পড়েন ৬১ বছর বয়সী এই তারকা। জানা যায়, বাড়িতে হঠাৎই মাথা ঘোরা ও রক্তচাপ ওঠানামার সমস্যা দেখা দেয় তাঁর। পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যান তাঁকে।
অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দাল জানিয়েছেন, “গোবিন্দ হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকের থেকে ফোনে পরামর্শ নিয়ে তাঁকে ওষুধ দেওয়া হয়, কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রাত একটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।” এরপর তাঁকে এমার্জেন্সি কেয়ার ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. দীপক নামজোশি জানিয়েছেন, “গোবিন্দকে আমরা ভর্তি করেছিলাম কারণ তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন এবং তাঁর রক্তচাপ ওঠানামা করছিল। তবে এখন সমস্ত রিপোর্ট স্বাভাবিক। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি ভাল আছেন।”
প্রসঙ্গত, কয়েক দিন আগেই ধর্মেন্দ্র ও প্রেম চোপড়া-র অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল বলিউড। সেই সময় ধর্মেন্দ্রকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন গোবিন্দ। সৌভাগ্যবশত, অভিনেতার শারীরিক সমস্যা সাময়িক ছিল এবং এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক। বুধবার একাধারে স্বস্তি ফিরছে অনুরাগীদের মনে। একদিনে সকল বিপদ কাটিয়ে বাড়ি ফিরেছেন ধর্মেন্দ্র। যেখানে গত ২৪ ঘম্টা আগে তাঁর মৃত্যুর ভুয়ো খবরে তোলপাড় হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া, রাত পোহাতেই তিনি ফিরলেন বাড়ি। এদিকে ভোরে গোবিন্দার অসুস্থ হওয়ার খবরেও বেড়েছিল উদ্বেগ, বেলা গড়াতে সেখানেও স্বস্তি। সুস্থ আছেন অভিনেতা। ফিরলেন বাড়ি।