১৭ বছর কাজ নেই! ‘গদর’, তাল’ আর ‘দেবদাস’ ছাড়ার ফল ভুগছেন গোবিন্দা?

বলিউডের তিনটে বিখ‍্যাত ছবি ‘গদর’, ‘তাল’ আর ‘দেবদাস’। সানি দেওলের কেরিয়ারে কোনও হিট আসছিল না বহুদিন। ‘গদর টু’ করে আবার দর্শকের ভালোবাসা পেলেন। এদিকে গোবিন্দা ‘গদর’ ছেড়ে বসে আছেন। গোবিন্দার বউয়ের কথায়, ‘’১৭ বছর চিচি-র কোনও কাজ নেই। ওঁর চারপাশে যাঁরা ঘোরে, তাঁরা প্রশংসা করতে ব‍্যস্ত। আমি ২০ কোজি ওজন কমাতে বলেছি!’‍’

১৭ বছর কাজ নেই! ‘গদর’, তাল’ আর ‘দেবদাস’ ছাড়ার ফল ভুগছেন গোবিন্দা?

| Edited By: Bhaswati Ghosh

Jun 12, 2025 | 11:26 AM

বলিউডের তিনটে বিখ‍্যাত ছবি ‘গদর’, ‘তাল’ আর ‘দেবদাস’। সানি দেওলের কেরিয়ারে কোনও হিট আসছিল না বহুদিন। ‘গদর টু’ করে আবার দর্শকের ভালোবাসা পেলেন। এদিকে গোবিন্দা ‘গদর’ ছেড়ে বসে আছেন। গোবিন্দার বউয়ের কথায়, ‘’১৭ বছর চিচি-র কোনও কাজ নেই। ওঁর চারপাশে যাঁরা ঘোরে, তাঁরা প্রশংসা করতে ব‍্যস্ত। আমি ২০ কোজি ওজন কমাতে বলেছি!’‍’
এখন প্রশ্ন হল, গোবিন্দা কেন এমন তিনটে ছবি ছেড়েছিলেন? গোবিন্দার কথায়, ”আমি কোনওদিন কাউকে গালাগাল দিই না। কোনও ব‍্যক্তিকে তো নয়ই। দেশকেও নয়। সেখানে ‘গদর’-এর সংলাপে দেশকে গালাগাল দেওয়ার ব‍্যাপার আছে।’’
‘তাল’ ছবি নিয়ে গোবিন্দা যা বললেন, সেটা আরও অদ্ভুত। এই ছবির প্রস্তাব যখন যায়, তখন গোবিন্দা বলেন, ‘”এই তাল বিক্রির জন্য নয়’’! তারপর আর ছবিটা করা হয় না। এ কথা বলে গোবিন্দা কী বলতে চেয়েছিলেন, সেটা অবশ‍্য অনুরাগীদের কাছে স্পষ্ট নয়।
বরং গোবিন্দার ‘দেবদাস’ ছাড়ার যুক্তিটা যথাযথ। শাহরুখ খান যেখানে দেবদাস সেখানে তাঁকে চুনীলাল হতে বলা হয়েছিল। চরিত্রটা মদ খায় সেটাও উল্লেখ করেছেন গোবিন্দা। নায়কের কথা থেকেই স্পষ্ট, এই চরিত্র তাঁর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি।
এসব ছবি না করেও গোবিন্দা বহু হিট ছবি যে দিয়েছেন, তা নিয়ে সংশয় নেই। কিন্তু বহু বছর আগেই বলিউডের ছবির দৌড় থেকে ছিটকে গিয়েছেন অভিনেতা। এখন আবার নায়কের বউ বিভিন্ন পডকাস্টে এসে তাঁর ওজন, লুক এসবের খুঁত ধরছেন। গোবিন্দা ওজন কমাবেন কথা দেওয়ার পরও ব‍্যর্থ হয়েছেন, সেটা খোলসা করেছেন অভিনেতার স্ত্রী সুনীতা।