ফতিমা সানা শেখের এই শাড়ির দাম জানলে অবাক হবেন!

দিন কয়েক আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আজীব দাস্তা’। সেখানে একটি গল্পে অভিনয় করেছেন ফতিমা। তারই প্রোমোশনে সাদা এবং গোলাপি কম্বিনেশনের একটি অরগ্যাঞ্জা শাড়ি পরেছিলেন তিনি।

ফতিমা সানা শেখের এই শাড়ির দাম জানলে অবাক হবেন!
ফতিমা সানা শেখ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 24, 2021 | 1:57 PM

সাদা এবং গোলাপি। দুটোই হালকা রং। গরমের জন্য আদর্শ। যাঁরা শাড়ি পরতে ভালবাসেন, তাঁরা গরমে এই ধরনের প্যাস্টেল শেড বেছে নিতে পারেন। ঠিক যেমন বেছে নিয়েছিলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) ফতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)।

দিন কয়েক আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘আজীব দাস্তা’। সেখানে একটি গল্পে অভিনয় করেছেন ফতিমা। তারই প্রোমোশনে সাদা এবং গোলাপি কম্বিনেশনের একটি অরগ্যাঞ্জা শাড়ি পরেছিলেন তিনি। শাড়িটি দারুণ ক্যারি করেছিলেন নায়িকা। হালকা মেকআপ এবং হালকা গয়নার সাজ শাড়িটিকে কমপ্লিমেন্ট করছিল। কিন্তু শাড়িটির দাম জানলে আপনি অবাক হতে পারেন।

পিচহিকা ব্র্যান্ডের তৈরি এই অরগ্যাঞ্জা শাড়িটি প্রোমোশনের জন্য বেছে নিয়েছিলেন ফতিমা। অক্সিতা সিং তাঁর স্টাইলিং করেছিলেন। অনুষ্কা জৈনের থেকে গয়না পরেছিলেন তিনি। ওই নির্দিষ্ট ব্র্যান্ড সূত্রে জানা গিয়েছে, ফতিমার এই শাড়িটির দাম ১৮ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুন, হাসপাতাল থেকে চিঠি লিখলেন করোনা আক্রান্ত মোহিত

অভিনয়ের পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিতে নিজস্ব স্টাইল স্টেটমেন্টও তৈরি করেছেন ফতিমা। যে কোনও পোশাক সুন্দর ভাবে ক্যারি করতে পারাটাই আসল সৌন্দর্য বলে মনে করেন তিনি। তবে ফ্যাব্রিকের বিষয়ে ফতিমা অত্যন্ত সচেতন। আরামদায়র ফ্যাব্রিক না হলে তিনি পরেন না। এই শাড়িটিও ফ্যাব্রিকের গুণেই তাঁর পছন্দ হয়েছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ মহলে।