Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ওয়েব দুনিয়ায় পা রেখে বলিউডে ডেবিউ করছেন গুলশন গ্রোভারের ছেলে সঞ্জয় গ্রোভার

ইতিমধ্যেই প্রযোজক রাহুল মিত্রর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সঞ্জয় গ্রোভার।।‘বিতর্কিত’ ধর্মগুরু ওশোর প্রথম সহকারী মা যোগা লক্ষ্মীর বায়োগ্রাফি নিয়েই তৈরি হবে এই মেগা ওয়েব সিরিজ।

ওয়েব দুনিয়ায় পা রেখে বলিউডে ডেবিউ করছেন গুলশন গ্রোভারের ছেলে সঞ্জয় গ্রোভার
গুলশন-সঞ্জয় (বাবা-ছেলে)
Follow Us:
| Updated on: Apr 28, 2021 | 6:15 PM

গুলশন গ্রোভার। বলিউডের বিখ্যাত ‘দুষ্টু লোক’। একসময় বলিউডে চুটিয়ে ভিলেনের ভূমিকায় অভিনয় করতেন তিনি। এবার তাঁর ছেলের পালা। তাঁর ছেলে সঞ্জয় গ্রোভার বলিউডে ডেবিউ করতে চলেছেন। তবে বাবার মত অভিনেতা হয়ে নয়, প্রযোজক হিসাবে বলিউডে খাতা খুলছেন তিনি। চমক এখানেই শেষ নয়। কোনও সিনেমায় টাকা ঢালছেন না তিনি। শুরুতেই ওয়েব দুনিয়ায় পা রাখছেন সঞ্জয়। একটা মেগা ওয়েব সিরিজ প্রযোজনা করছেন তিনি।

সঞ্জয় ভারতে থাকেন না। ক্যালিফোর্নিয়ায় এমজিএম স্টুডিয়োতে কাজ করেন তিনি। তবে এবারে তিনি পাকাপাকিভাবে ভারতে চলে আসার পরিকল্পনা করছেন। তিনি ইতিমধ্যেই প্রযোজক রাহুল মিত্রর সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। রাহুল মিত্র এর আগে ‘বুলেট রাজা’, ‘সরকার ৩’, ‘সাহেব বিবি অউর গ্যাংসটার’-এর মত ছবি বানিয়েছেন। এবারে তাঁরা দু’জনে মিলে একটা মেগা ওয়েব সিরিজ বানাবার পরিকল্পনা করেছেন।

View this post on Instagram

A post shared by OSHO? (@osho_loversss)

‘বিতর্কিত’ ধর্মগুরু ওশোর প্রথম সহকারী মা যোগা লক্ষ্মীর বায়োগ্রাফি নিয়েই তৈরি হবে এই মেগা ওয়েব সিরিজ। ব্রিটিশ লেখক রশিদ ম্যাক্সওয়েলের বেস্টসেলার বই ‘দ্য অনলি লাইফ: ওশো, লক্ষ্মী অ্যান্ড দ্য জার্নি অফ হার্ট’ থেকে অনুপ্রানিত হয়ে তাঁরা বানাচ্ছেন এই ওয়েব সিরিজটি। বইটির কপি রাইটও তাঁরা কিনে ফিলেছেন। রাহুল মিত্র জানিয়েছেন মা লক্ষ্মীর জীবনী সবার জানা উচিৎ। তাঁর গুরুর প্রতি যে ভক্তি, ভালবাসা তা কতটা পবিত্র, এই ওয়েব সিরিজের মাধ্যমে তা ফুটিয়ে তুলবেন।

ছেলের বলিউডে ডেবিউতে স্বাভাবিকভাবে খুব খুশি বাবা গুলশন গ্রোভার। তিনি জানিয়েছেন এই কোভিড পরিস্থিতিতে এবং এই ওয়েব সিরিজের জন্য তাঁর ছেলে যে শেষমেশ দেশে ফিরছেন এতেই তিনি খুব আনন্দ পেয়েছেন।

আরও পড়ুন:এবার ফিটনেস ট্রেনারের ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাডুকোন

ওয়েব সিরিজটি কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। তবে খুব শীঘ্রই শুটিং শুরু হবে।