AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের মোটরবাইক বেচে দিলেন হর্ষবর্ধন রানে, কেন জানেন?

বলিউডের ‘হিরো’ হয়ে গেলেও মোটর বাইকের মায়া হর্ষবর্ধন এখনও ছাড়তে পারেননি। বাইক তাঁর প্যাশন। সেই সাধের মোটর বাইক হর্ষবর্ধন অবলীলায় বেচে দিলেন। কেন জানেন?

নিজের মোটরবাইক বেচে দিলেন হর্ষবর্ধন রানে, কেন জানেন?
হর্ষবর্ধন রানে
| Updated on: May 01, 2021 | 6:14 PM
Share

হর্ষবর্ধন রানে। বলিউডে একটু একটু করে নিজের জায়গা করে নিচ্ছেন। তাঁর অভিনীত ‘সনম তেরি কসম’, ‘পল্টন’, ‘তায়েশ’ তাঁর পায়ের নীচের মাটি ক্রমশ শক্ত করেছে। আরও কয়েকটা ছবি তাঁর পাইপ লাইনে। বলিউডের ‘হিরো’ হয়ে গেলেও মোটর বাইকের মায়া হর্ষবর্ধন এখনও ছাড়তে পারেননি। তিনি মাঝে মাঝেই এখনও বাইকে চেপে বেড়িয়ে পড়েন। বাইক তাঁর প্যাশন। সেই সাধের মোটর বাইক হর্ষবর্ধন অবলীলায় বেচে দিলেন। কেন জানেন?

করোনা পরিস্থিতি সারা দেশে উদ্বেগজনক। হু হু করে বাড়ছে সংক্রমণ। আক্রান্তদের সংখ্যা দৈনিক বাড়ছে। প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড পাওয়া যাচ্ছে না। অক্সিজেনের ঘাটতি দেখা দিয়ে দিয়েছে। মৃত্যুর হারও ক্রমশ বাড়ছে। বলি তারকাদের অনেকেই এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ, অজয় দেবগণ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সলমন-অজয়দের মত হর্ষবর্ধন এখনও ‘স্টার’ হয়ে যাননি। তিনি ওঁদের মত কোটি কোটি টাকা দিতে পারেননি। তা বলে কি দেশের এই পরিস্থিতিতে হাতগুটিয়ে বসে থাকবেন হর্ষবর্ধন? না, তিনি তা করেননি। নিজের ‘সম্বলটুকু’ নিয়ে এগিয়ে এসেছেন। বেচে দিলেন তাঁর সাধের বাইক। বাইক বেচে যা টাকা পেয়েছেন তা দিয়ে অক্সিজেন কনসেনট্রেটর কিনবেন তিনি। তারপর সেইসব অক্সিজেন কনসেনট্রেটর পৌঁছে দেবেন করোনা আক্রান্তদের কাছে। সোশ্যাল মিডিয়ার স্টোরিতে তাঁর এই বাইক বেচার কথা জানিয়ে হর্ষবর্ধন লিখেছেন, “ অক্সিজেন কনসেনট্রেটরের পরিবর্তে আমি আমার বাইকের মায়া ত্যাগ করলাম। অক্সিজেন কনসেনট্রেটরগুলো পৌঁছে যাবে করোনা আক্রান্তদের কাছে। হায়দ্রাবাদে কোথায় ভাল অক্সিজেন কনসেনট্রেটর পাওয়া যেতে পারে তার খোঁজ দিয়ে আমায় সাহায্য করুন প্লিজ।”

আরও পড়ুন:করোনা পরিস্থিতিতে কঙ্গনার ভূমিকা নিয়ে কটাক্ষ নেটিজেনদের, পাল্টা জবাব দিলেন অভিনেত্রী

প্রসঙ্গত উল্লেখযোগ্য, টুইঙ্কল খান্নাও একটি এনজিও-র সঙ্গে হাত মিলিয়ে ২৫০ টা অক্সিজেন কনসেনট্রেটর এবং ৫০০০ টা ন্যাসাল ক্যানুলা করোনা আক্রান্তদের দান করেছেন। হর্ষবর্ধন খুব শীঘ্রই জন আব্রাহামের প্রোডাকশনের একটি ছবিতে অভিনয় করবেন।