
২০ জানুয়ারি বেনারসের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিধায়ক-অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় আর মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির মধ্যে সিঁদুরদান হচ্ছে। দ্বিতীয়বার বিয়ে করলেন বিধায়ক? চারদিক ভরে যায় জল্পনায়। অন্যদিকে হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় জানান, হিরণের সঙ্গে তাঁর ২৫ বছরের বিয়ে। ডিভোর্স হয়নি।
প্রশ্ন হলো, সত্যিই কি এই জানুয়ারিতে চার হাত এক হয়েছে? হৃতিকা গিরির ফেসবুক প্রোফাইলে যেসব কালেকশন ভিডিয়ো রয়েছে, সেখানে হিরণ-হৃতিকার প্রেমপর্ব যে জমজমাট ছিল, তার আঁচ পাওয়া যায়। অক্টোবরে হৃতিকা তাঁর জন্মদিন সেলিব্রেট করেছেন। সেখানে হৃতিকা একটা ছবি পোস্ট করেছেন, যেখানে হাতে শাঁখা-পলা পরে রয়েছেন বলে মনে হতে পারে। তবে সেটা সাদা-লাল চুড়ি নাকি শাঁখা-পলা, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। এই ছবি দেখে এক নেটিজেনের মন্তব্য, ”বিয়ের ছবি জানুয়ারিতে সামনে এলো। কিন্তু বিয়ে কি আগেই হয়ে গিয়েছে? না হলে অক্টোবর মাসেই কি করে হৃতিকার হাতে শাঁখা-পলা?”
হিরণ-হৃতিকাকে এর আগেও এক মন্দিরে গলায় মালা পরে দেখা গিয়েছিল। সেই সময়ে TV9 বাংলার তরফে হিরণে বিষয়টা নিয়ে প্রশ্ন করা হয়। তবে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এদিকে ২০ জানুয়ারিতে হিরণের ছবি ভাইরাল হওয়ার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও, তাঁকে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। হিরণের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে আবার এসব ছবি উধাও হয়ে গিয়েছে। তবে হৃতিকার প্রোফাইলে হিরণের সঙ্গে তাঁর প্রেমপর্বের একাধিক ছবি রয়ে গিয়েছে। এখন হিরণ এই বিষয়ে কী মন্তব্য করবেন কিনা, অনিন্দিতা আইনি পথে হাঁটবেন কিনা, সেটাই দেখার অপেক্ষা।