Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কিছু বাবা বেশ্যার কোলে…’, রোহিতকে টেনে শামিকে সাংঘাতিক আক্রমণ হাসিনের!

Mohammad Shami: গোটা বিশ্বকাপ জুড়েই কখনও শামির নাম নিয়ে, কখনও পরোক্ষে শামির বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন হাসিন। যদিও শামি সব সময়েই বজায় রেখেছেন নীরবতা।

'কিছু বাবা বেশ্যার কোলে...', রোহিতকে টেনে শামিকে সাংঘাতিক আক্রমণ হাসিনের!
রোহিতকে টেনে শামিকে সাংঘাতিক আক্রমণ হাসিনের!
Follow Us:
| Edited By: | Updated on: Jan 27, 2024 | 9:30 PM

আবারও সামাজিক মাধ্যমে নাম না করেই ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম প্রধান স্তম্ভ মহম্মদ শামিকে একহাত নিলেন তাঁর বিবাহ-বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান। শুধু কি তাই? টেনে আনলেন রোহিত শর্মাকেও। রোহিতের উদাহরণ দিয়ে প্রাক্তন স্বামীকে একহাত হাসিনের! কী লিখেছেন হাসিন? রোহিত ও তাঁর একরত্তি মেয়ের এক মিষ্টি ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে হাসিন লিখেছেন, “কিছু বাবার কাছে মেয়ের মিষ্টি কোল সবচেয়ে প্রিয়। ওদিকে কিছু বাবার কাছে বেশ্যার কোল প্রিয়।” হ্যাঁ, যৌনকর্মী বোঝাতে এই শব্দেরই প্রয়োগ করেছেন হাসিন। এখানেই থামেননি হাসিন। তিনি আরও লেখেন, “কোনও মেয়েকে যেন আল্লাহ চরিত্রহীন বাবা না দেন। আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে আমার ছোট্ট মেয়েটাকে যেন তিনি সহ্যশক্তি দেন।”

গোটা বিশ্বকাপ জুড়েই কখনও শামির নাম নিয়ে, কখনও পরোক্ষে শামির বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন হাসিন। যদিও শামি সব সময়েই বজায় রেখেছেন নীরবতা। এই মুহূর্তে হাসিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা চলছে হাসিনের। বিশ্বকাপ চলার সময় শামিকে নিয়ে এক সাক্ষাৎকারে মুখে খুলেছিলেন হাসিন। তিনি বলেছিলেন, “কেউ যদি সত্যি কথা না বলে, তা হলে সে পালাবে। চোখে চোখ রেখে কথা বলতে পারবে না। আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তা হলে আমি কেন থেমে থাকব।” শুধু তাই নয়, শামির বিশ্বকাপে ভাল পারফর্মম্যান্স নিয়ে তাঁর বক্তব্য ছিল, শামি ভাল খেললে লাভ তাঁরই। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। এই বক্তব্য নিয়ে কম হইচই হয়নি। তবু হাসিন থামেননি। বারেবারেই বিতর্কিত মন্তব্য করে তিনি থেকেছেন লাইমলাইটে।