মেয়ের কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 12, 2021 | 12:18 PM

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোমবার মেয়ে হওয়ার খুশি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন বিরাট কোহালি। সদ্যোজাত সন্তান এবং অনুষ্কা ভাল আছেন, সে বার্তাও দিয়েছিলেন বিরাট।

মেয়ের কী নাম রাখলেন বিরাট-অনুষ্কা?
দম্পতি।

Follow Us

অপেক্ষার অবসানে লক্ষ্মী এসেছে ঘরে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোমবার মেয়ে হওয়ার খুশি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলে বিরাট কোহালি (Virat Kohli)। সদ্যোজাত সন্তান এবং অনুষ্কা (Anushka Sharma) ভাল আছেন, সে বার্তাও দিয়েছিলেন বিরাট। কিন্তু মেয়ের ছবি যেমন প্রকাশ করেননি, তেমনই আদরের কন্যার নাম কী রাখবেন তা এখনও প্রকাশ্যে জানাননি দম্পতি।

তবে বিরাট-অনুষ্কার সন্তান বলে কথা! জন্ম থেকেই লাইমলাইটে থাকবে, সেটা স্বাভাবিক। তবে বলি-অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য খবর। বিরাট এবং অনুষ্কা নাকি ইতিমধ্যেই মেয়ের নাম ঠিক করে ফেলেছেন। তাঁরা মেয়ের নাম ‘আনভি’ রাখতে চান। অনুষ্কা এবং বিরাটের ইংরেজি নামের বানানের প্রথম দুটো অক্ষর নিয়ে তৈরি হয়েছে আনভি।

আরও পড়ুন, কিছু আনন্দ ব্যক্তিগত, চোখে আঙুল দিয়ে দেখালেন বিরুষ্কা

সংস্কৃতে আনভি নাকি দেবী লক্ষ্মীর আর এক নাম। অরণ্যের দেবীকেও আনভি বলা হয়। যাঁরা প্রকৃতি ভালবাসেন, তাঁরা এই দেবীর পুজো করেন। বিরাট-অনুষ্কা দুজনেই প্রকৃতি প্রেমিক। সে কারণেও মেয়ের নাম আনভি রাখতে পারেন বলে মনে করছেন তাঁদের সহকর্মীরা। আবার নিউমোরোলজি অনুযায়ী, নামের আদ্যক্ষর ইংরেজির ‘এ’ হলে নাকি তারা জন্ম থেকেই নেতৃত্ব দানের অধিকারী হয়। যদিও দম্পতি এখনও মেয়ের নামের কোনও প্রকাশ্য ঘোষণা করেননি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছেন, তিনি মনে করেন, প্রত্যেক শিশুই স্পেশ্যাল। তাই আলাদা করে তাঁর সন্তানকে লাইমলাইটে রাখতে চান না। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও সন্তানকে দূরে রাখতে চান। বিরাটের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। গতকাল মেয়ে হওয়ার পর সোশ্যাল পোস্টেও নিজেদের প্রাইভেসিকেই সম্মান দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরাটও।

আরও পড়ুন, সেলেব হোক বা সাধারণ মানুষ প্রিভেসিকে সম্মান জানানো উচিত

প্রথমবার মা হওয়ার পর দ্রুত ফ্লোরে ফেরার ট্রেন্ড সেট করেছিলেন করিনা কাপুর খান। তৈমুরের জন্মের কয়েক মাসের মধ্যেই শুটিং শুরু করেছিলেন তিনি। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও তেমনটাই করতে চান করিনা। যদিও অনুষ্কা সাময়িক বিরতি চান বলেই বলি সূত্রে খবর। আপাতত সন্তান তাঁর প্রায়োরিটি। তাই কবে ফের অভিনয়ে ফিরবেন সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি। তবে তাঁর প্রযোজনার কাজ চলবে পুরোদমে। হলে নাকি তারা জন্ম থেকেই নেতৃত্ব দানের অধিকারী হয়।

Next Article