Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রতারণার অভিযোগ, সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকা সোমি আলির

প্রায় ২১ বছর পর এক সাক্ষাৎকারে সোমি বলেন, "ও আমার সঙ্গে প্রতারণা করেছিল। আমি ধরতে পেরে যাই। ব্রেক আপ করি এবং ফিরে যাই।" সম্পর্কে থাকাকালীন সলমনের কাছ থেকে কী শিখলেন তিনি?

প্রতারণার অভিযোগ, সলমনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন প্রেমিকা সোমি আলির
সলমন-সোমি।
Follow Us:
| Updated on: Apr 01, 2021 | 6:59 PM

সোমি আলি। একসময় যার সঙ্গে সলমনের প্রেমের খবরে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। শুধুমাত্র সলমনকে বিয়ে করার উদ্দেশ্যেই বাবা-মা’র অমতে পাকিস্তান থেকে এ দেশে উড়ে এসেছিলেন সোমি। প্রেম হলেও তা টেঁকেনি। এত বছর পর পূর্ণতা না পাওয়া প্রেম নিয়ে মুখ খুললেন সোমি। সলমনের উদ্দেশ্যে তাঁর বিস্ফোরক মন্তব্য, প্রতারণা করেছিলেন অভিনেতা।

প্রায় ২১ বছর পর এক সাক্ষাৎকারে সোমি বলেন, “ও আমার সঙ্গে প্রতারণা করেছিল। আমি ধরতে পেরে যাই। ব্রেক আপ করি এবং ফিরে যাই।” সম্পর্কে থাকাকালীন সলমনের কাছ থেকে কী শিখলেন তিনি? সোমির সাফ জবাব, “সলমনের থেকে কিছু শিখিনি। তবে ওর বাবা-মায়ের থেকে অনেক কিছু শিখেছি। ওঁরা ধর্ম-জাতপাতের বিচার করেননি কোনওদিন। সব মানুষকে সমানভাবে সম্মান জানাতেন ওঁরা। ওঁদের বাড়ির দরজা সকলের জন্যই খোলা ছিল।”

View this post on Instagram

A post shared by Somy Ali (@realsomyali)

১৯৮৯ সালে মুক্তি পেয়েছিল সলমনের ছবি ‘ম্যায়নে প্যায়ার কিয়া’। সলমনকে সিনেমার পর্দায় দেখেই ক্লিন বোল্ড সোমি। ঠিক করেন যে করেই হোক বিয়ে করতেই হবে সলমনকে। তখন তাঁর বয়স মাত্র ১৬। বাবা-মা চাননি সম্পূর্ণ অচেনা জায়গায় গিয়ে একা থাকুক সোমি। কিন্তু তিনি ছিলেন নাছোড়বান্দা। সোমি এলেন। সলমনের সঙ্গে দেখাও হল। হল প্রেমও। বলিব্রেকও মেলে তাঁর। অভিনয় করেন বেশ কিছু ছবিতেও। কিন্তু ১৯৯৭ সালের পর থেকে আর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। তিনি আবার দেশে ফিরে যান। সেখানে গিয়েই পড়াশোনা শেষ করেন সোমি। বর্তমানে তিনি সমাজ কর্মী।  আর কি দেখা যাবে তাঁকে বলিউডে? সোমির বক্তব্য, “সিনেমায় ব্রেক পেতে আসিনি তখনও। এখনও নেই। তাই কামব্যাকের কোনও প্রশ্নই নেই।”

অন্যদিকে ভাইজান আজও অবিবাহিত। যদিও সোমির পর তাঁর নাম জড়িয়েছে ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীর সঙ্গেই। এদের মধ্যে রয়েছেন সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই বচ্চন, ক্যাটরিনা কাইফ সহ অনেকেই।