কেমন আছেন অভিনেতা টিকু তালসানিয়া? জানালেন মেয়ে শিখা

"সবার প্রার্থনায় আমার বাবা এখন অনেকটা সুস্থ।" খবর দিলেন শিখা তালসানিয়া। শনিবার এসেছিল খবরটা। আচমকাই অসুস্থ অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

কেমন আছেন অভিনেতা টিকু তালসানিয়া? জানালেন মেয়ে শিখা
Follow Us:
| Edited By: | Updated on: Jan 12, 2025 | 8:20 PM

“সবার প্রার্থনায় আমার বাবা এখন অনেকটা সুস্থ।” খবর দিলেন শিখা তালসানিয়া। শনিবার এসেছিল খবরটা। আচমকাই অসুস্থ অভিনেতা টিকু তালসানিয়া। সঙ্কটজনক অবস্থায় হাসপাকালে ভর্তি করানো হয়েছে অভিনেতা। সূত্রের খবর, শুক্রবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। রবিবার সবাইকে আশ্বস্ত করেছেন তাঁর কন্যা। তিনি ইনস্টাগ্রামে লেখেন, “আমার বাবার জন্য যাঁরা যাঁরা প্রার্থনা করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। বাবা এখন অনেকটাই সুস্থ আছেন।” সেই সঙ্গে নার্সিংহোমের চিকিত্‍সক এবং বাকি স্টাফেদেরও ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য,অভিনয়ের জগতে তাঁর যাত্রা শুরু হয়েছিল থিয়েটারের মঞ্চ থেকে। গুজরাটি থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার পরিচয় দেন তিনি। পরে বলিউডে পা রেখে একের পর এক কৌতুক চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন।

১৯৮৮ সালে রাজীব মেহরার পরিচালিত ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন টিকু। এরপর তিনি অভিনয় করেন ‘দিল হ্যায় কি মানতা নেহি,’ ‘উমর ৫৫ কি দিল বচপন কা,’ ‘বোল রাধা বোল,’ ‘মিস্টার বেচারা,’ ‘ইশক,’ ‘কুলি নম্বর ১,’ ‘জোড়ি নাম্বার ১,’ ‘দেবদাস,’ ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ এবং ‘বিরাসত’-এর মতো জনপ্রিয় ছবিতে। গোবিন্দার সঙ্গে তাঁর জুটি একাধিক ছবিতে হাস্যরসাত্মক চরিত্রে দর্শকদের বিনোদন দিয়েছেন। সিনেমার পাশাপাশি টেলিভিশনেও টিকু তালসানিয়া বেশ জনপ্রিয়। তাঁর উল্লেখযোগ্য ধারাবাহিকগুলির মধ্যে রয়েছে ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’ এবং ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট।’