Victor Banerjee Health: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভিক্টর বন্দোপাধ্য়ায়, ঠিক কী হয়েছিল তাঁর?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Aug 18, 2024 | 3:16 PM

Victor: বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়ের অসুস্থতার খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। উত্তরাখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বাড়িতে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা? পরিবার সূত্রে খবর, এখন তিনি অনেকটাই সুস্থ। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। হাসপাতাল থেকে ফিরে দেরাদুনের বাড়িতেই রয়েছেন তিনি।

Victor Banerjee Health: সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভিক্টর বন্দোপাধ্য়ায়, ঠিক কী হয়েছিল তাঁর?
কেমন আছেন?

Follow Us

বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দোপাধ্যায়ের অসুস্থতার খবর ইতিমধ্যেই জেনে গিয়েছেন সবাই। উত্তরাখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বাড়িতে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা? পরিবার সূত্রে খবর, এখন তিনি অনেকটাই সুস্থ। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। হাসপাতাল থেকে ফিরে দেরাদুনের বাড়িতেই রয়েছেন তিনি। কী হয়েছিল অভিনেতার? চিকিৎসকদের আশঙ্কা ছিল, অভিনেতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। সাময়িক ভাবে অভিনেতার রক্তচাপ কমে গিয়েছিল। প্রথমে ৭৮ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতাকে রাখা হয়েছিল আইসিইউ-তে।

এই প্রবীণ অভিনেতা অনেক দিন হল রোল ক্যামেরা,লাইট, অ্যাকশনের জগত্‍ থেকে অনেকটাই দূরে। যদিও ২০২৩ সালে অনেক দিন পরে তাঁকে দেখা গিয়েছিল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে। অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তাঁর ভক্তেরা। ২০২২ সালে করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। তখনও তাঁকে নিয়ে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন তাঁর অনুরাগীরা। কোভিডের পর ডেঙ্গিতেও আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই সময়ও ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। চিকিত্‍সকেরা জানিয়েছেন তাঁকে নিয়ে আর চিন্তার কিছু হয়নি। উল্লেখ্য, তাঁকে শেষ বার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের আদলে তৈরি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাঁকে আরও নতুন নতুন চরিত্রে দেখার অপেক্ষায় দর্শক।

Next Article