হেমার এ কী ব্যবহার! মুহূর্তে নেটপাড়ায় সমালোচনার ঝড়

সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “জয়া বচ্চনের মতো ব্যবহার! এত অহংকার কেন?” আবার কেউ বলেন, “যদি মানুষের সঙ্গে কথা বলতে না চান, তবে এমন অনুষ্ঠানে আসাই বা কেন?” তবে হেমার পাশে দাঁড়িয়ে কেউ কেউ বলেছেন, “ছবি তোলার আগে অনুমতি নেওয়াটা শিষ্টাচার। ওনারাও তো মানুষ।”

হেমার এ কী ব্যবহার! মুহূর্তে নেটপাড়ায় সমালোচনার ঝড়

| Edited By: জয়িতা চন্দ্র

Oct 05, 2025 | 4:09 PM

নবরাত্রি উৎসব উপলক্ষে মুম্বইয়ের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন ড্রিমগার্ল হেমা মালিনী। তবে অভিনেত্রীর উপস্থিতি যতটা নজর কেড়েছিল, তাঁর ব্যবহার ততটাই সমালোচিত হয়েছে নেটদুনিয়ায়। কারণ? এক অনুরাগী ছবি তুলতে চাইলেও তাতে সাড়া দেননি তিনি। বরং মুখে একরাশ বিরক্তি নিয়ে ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে নেন হেমা। সেই মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় সমালোচনার ঝড়।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যায়, এক অনুরাগী যখন ফোন নিয়ে হেমার সঙ্গে একটি ছবি তুলতে কাছে যান, তখন তিনি একবারের জন্যও ক্যামেরার দিকে তাকালেন না, বরং যেন বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। অপর এক ক্লিপিং-এ হেমা মালিনীকে বক্তৃতা দিতে দেখা যায়, কিন্তু সব কিছুতেই তাঁর মুখে অনুপস্থিত হাসির ছোঁয়া।

এতেই চটেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, “জয়া বচ্চনের মতো ব্যবহার! এত অহংকার কেন?” আবার কেউ বলেন, “যদি মানুষের সঙ্গে কথা বলতে না চান, তবে এমন অনুষ্ঠানে আসাই বা কেন?” তবে হেমার পাশে দাঁড়িয়ে কেউ কেউ বলেছেন, “ছবি তোলার আগে অনুমতি নেওয়াটা শিষ্টাচার। ওনারাও তো মানুষ।” অন্য এক নেটিজেন লেখেন, “সেলিব্রিটি হলেও তাঁদের ব্যক্তিগত পরিসর আছে, সেটা সম্মান করা উচিত।”

নবরাত্রির মতো উৎসবে এমন বিতর্কে হেমা মালিনীর নাম উঠে এলেও, তিনি এই বিষয় কিছুই বলেননি। তবে এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলে দিল—সেলিব্রিটিদের ব্যক্তিগত পরিসর নিয়ে সাধারণ মানুষ সত্যি কি ভাবে? যা নিয়ে এই প্রথম নয়, একাধিকবার প্রশ্ন উঠেছে। তাঁরা পাবলিক ফিগার বটে, কিন্তু কোথাও গিয়ে তাঁদের মতামতেরও একটা দাম রয়েছে, সে কথা হয়তো অনেকেই ভুলে যান, বলে মনে করেন অনেকেই।