Deepika Padukone First Salary: ৫০০ কোটির মালকিন দীপিকা পাড়ুকোন, তাঁর প্রথম বেতন শুনলে চমকে যাবেন!

বলিউডের ধনী অভিনেত্রীদের তালিকায় দীপিকার নাম জ্বলজ্বল করে। আজ তাঁর মোট সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। কিন্তু যখন তিনি কেরিয়ার শুরু করেছিলেন, সেই সময় হাতে পেতেন মাত্র কয়েক হাজার টাকা।

Deepika Padukone First Salary: ৫০০ কোটির মালকিন দীপিকা পাড়ুকোন, তাঁর প্রথম বেতন শুনলে চমকে যাবেন!
৫০০ কোটির মালকিন দীপিকা, তাঁর প্রথম বেতন শুনলে চমকে যাবেন!Image Credit source: X

Aug 29, 2025 | 8:22 PM

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) বর্তমান যুগের অন্যতম সফল বলিউড অভিনেত্রী। ১৮ বছরের কেরিয়ারে দীপিকা সারা বিশ্বে নিজের পরিচিতি তৈরি করেছেন। মডেলিং থেকে শুরু করে বলিউড ছাপিয়ে হলিউডেও তিনি ছাপ ফেলেছেন। বলিউডের ধনী অভিনেত্রীদের তালিকায় দীপিকার নাম জ্বলজ্বল করে। আজ তাঁর মোট সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। কিন্তু যখন তিনি কেরিয়ার শুরু করেছিলেন, সেই সময় হাতে পেতেন মাত্র কয়েক হাজার টাকা। জানেন তাঁর প্রথম পারিশ্রমিক কত ছিল? আর বর্তমান মোট সম্পত্তি কত?

দীপিকা পাড়ুকোনের বলিউড ডেবিউ

২০০৭ সালে বলিউডের কিং খানের সঙ্গে ‘ওম শান্তি ওম’ সিনেমায় ডেবিউ হয়েছিল দীপিকার। তার আগে তিনি মডেলিং দুনিয়ায় লাইমলাইটে ছিলেন। একটা সময় ব্যাকগ্রাউন্ড মডেল হিসেবেও তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি বিপুল সম্পত্তির অধিকারী। তবে তাঁর প্রথম বেতনের পরিমাণ শুনলে যে কেউ চমকে যেতে পারেন।

দীপিকার প্রথম স্যালারি কত ছিল?

দীপিকার জন্ম ডেনমার্কে। ৩৯ বছর বয়সী দীপিকা মডেলিংয়ের আগে জাতীয় স্তরের ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। তাঁর বাবা প্রকাশ পাড়ুকোন এক কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা। ব্যাডমিন্টনকে ভালবাসলেও দীপিকা পরবর্তীতে গ্ল্যামার জগতের পথেই পা বাড়ান। আর দীপিকা নিজের প্রথম মডেলিং অ্যাসাইনমেন্টের জন্য মাত্র ২ হাজার টাকা বেতন পেয়েছিলেন।

উল্লেখ্য, বলিউডে পা রাখার আগে দীপিকা এক কন্নড় সিনেমায় (ঐশ্বর্য) অভিনয় করেছিলেন। ২০০৬ সালে সেই ছবি মুক্তি পেয়েছিল। সেটি ছিল একটি রোমান্টিক ড্রামা। সেখান থেকে পরের বছরই তাঁর কপাল ঘোরে। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমার জন্য কোনও পারিশ্রমিক নেননি দীপিকা। এই সিনেমাটি সুপারহিট হয়েছিল। এ বার প্রশ্ন হল, দীপিকা কেন এই সিনেমার জন্য পারিশ্রমিক নেননি? পরবর্তীতে দীপিকা জানান, শাহরুখ খানের বিপরীতে প্রথম বলিউড সিনেমা করার সুযোগ পেয়ে তিনি ধন্য হয়েছিলেন। সেইসঙ্গে কিং খানকে সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য তিনি বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

দীপিকার মোট সম্পত্তির পরিমাণ –

দেখতে দেখতে দীপিকা সিনেদুনিয়ায় ১৮টা বছর কাটিয়ে ফেলেছেন। প্রায় ৪০ এর বেশি ছবিতে অভিনয় করেছেন। পাশাপাশি নানা ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও আয় করেন তিনি। একাধিক রিপোর্ট অনুযায়ী, দীপিকার মোট সম্পত্তির পরিমাণ ৫০০ কোটি টাকা।