শুভশ্রী নাকি রুক্মিণী, কার বিনোদিনীরূপ বেশি আকর্ষক, আবার তুলনা শুরু

এই বছর নটী বিনোদিনী রূপে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। নটী এক সময়ে শ্রীচৈতন্যর রূপে ধরা দিয়েছিলেন। সেই লুক ছবির প্রচার পর্বের শুরুতে ব্যবহার করা হয়েছিল। আবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বিনোদিনী রূপে। শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপেই তাঁর লুক ইনস্টাগ্রামে প্রথম শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। সেই লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু হয়ে গিয়েছিল, শুভশ্রী আর রুক্মিণীর লুক নিয়ে।

শুভশ্রী নাকি রুক্মিণী, কার বিনোদিনীরূপ বেশি আকর্ষক, আবার তুলনা শুরু

| Edited By: Bhaswati Ghosh

Jul 15, 2025 | 3:39 PM

এই বছর নটী বিনোদিনী রূপে দেখা গিয়েছে রুক্মিণী মৈত্রকে। নটী এক সময়ে শ্রীচৈতন্যর রূপে ধরা দিয়েছিলেন। সেই লুক ছবির প্রচার পর্বের শুরুতে ব্যবহার করা হয়েছিল। আবার ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে বিনোদিনী রূপে। শ্রীচৈতন্য মহাপ্রভুর রূপেই তাঁর লুক ইনস্টাগ্রামে প্রথম শেয়ার করে নিয়েছিলেন নায়িকা। সেই লুক সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুলনা শুরু হয়ে গিয়েছিল, শুভশ্রী আর রুক্মিণীর লুক নিয়ে।

শুভশ্রীর অনুরাগীরা এক্ষেত্রে তাঁকে এগিয়ে রাখছেন। রুক্মিণীর অনুরাগীরা আবার মনে করছেন রুক্মিণীর লুক বেশি ভালো। যে বছর রুক্মিণীর ছবি মুক্তি পেল নটী বিনোদিনী রূপে, সেই বছরই মুক্তি পাবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটা। তাই দুই ছবির মধ্যে কোনটার ব্যবসা বেশি হবে, সেই তুলনাও আসবে। এর মধ্যে এমনিতেই বিস্তর তুলনা হয়েছে দু’টো ছবি নিয়ে।

এত দিন শুধু শ্রীচৈতন্য মহাপ্রভু রূপেই শুভশ্রীর লুক সামনে এসেছিল। এবার ছবির শুটিং হচ্ছে পুরীতে। ১৫ তারিখ শুভশ্রীর অন্য রূপ সামনে এলো। তারপর আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে, শুভশ্রী নাকি রুক্মিণী, কার লুক বেশি ভালো তাই নিয়ে। রুক্মিণীর ছবিটার সঙ্গে প্রযোজক হিসাবে যুক্ত ছিলেন দেব। শুভশ্রীর ছবির সঙ্গে অবশ্য নায়কের যোগ নেই। তবে শুভশ্রী আর সুপারস্টার দেবের যোগ ভোলার নয়। তাঁরা যেমন টলিপাড়ার অত্য়ন্ত সফল জুটি, তেমনই একে-অন্যের প্রাক্তন। আবার মাস খানেকের মধ্যেই দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’ মুক্তি পাবে বড়পর্দায়।