কান-এর রেডকার্পেটে ছিঁড়ে গেল আলিয়ার হিরের হার! জানেন দাম কত?
রেড কার্পেটে তখন পাপারাজ্জিদের ক্যামেরার সামনে নানা পোজ দিচ্ছেন আলিয়া। হঠাৎই গলা থেকে খসে গেল তাঁর হিরের হার। বুঝতে পেরেছিলেন আলিয়া। হারটি বাঁচাতে খুবই স্মার্ট কায়দায় সামলে নিলেন।

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রাখার পর থেকেই গোটা বিশ্বের নজর আলিয়ার দিকে। কখনও ঝলমলে গাউন, তো কখনও গুচির শাড়ি গাউনে নজর কেড়েছেন আলিয়া। কিন্তু সেই লাল কার্পেটে যে এমনটা ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি মহেশ ভাট কন্যা। আর যখন ঘটল, তখন ভ্য়াবাচ্য়াকা খেলেন না আলিয়া, উলটে এমন কায়দা দেখালেন যা দেখে গোটা বিশ্ব হতবাক!
কাণ্ডটা একটু বিশদে বলা যাক। গুচির হয়ে এবার কান চলচ্চিত্র উৎসবে পা রেখেছেন আলিয়া। প্রতিটি দিনই আলিয়া পরনে চমকে যাওয়ার মতো পোশাক। তবে সবচেয়ে বেশি নজর কাড়ল আলিয়ার গাউন শাড়ি। এই পোশাকের সঙ্গেই আলিয়া গলায় পরেছিলেন হির ও সোনার একটি নেকলেস। যা তৈরি করেছিল মালাবর জুয়েলার্স।
রেড কার্পেটে তখন পাপারাজ্জিদের ক্যামেরার সামনে নানা পোজ দিচ্ছেন আলিয়া। হঠাৎই গলা থেকে খসে গেল তাঁর হিরের হার। বুঝতে পেরেছিলেন আলিয়া। হারটি বাঁচাতে খুবই স্মার্ট কায়দায় সামলে নিলেন। আর সেভাবেই তুললেন ছবি। তথ্য বলছে, আলিয়ার এই সোনা ও হিরের নেকলেসর দাম প্রায় ১৫ লাখের কাছাকাছি! জানা গিয়েছে, আলিয়ার গুচির পোশাকের ডিজাইনের সঙ্গে সঙ্গত রেখেই এমন হার ডিজাইন করেছে জুয়েলারি সংস্থা।
View this post on Instagram
