
সঞ্জয় কাপুর, আচমকাই মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। বিকেল পাঁটয়া শেষ পোস্ট। তখনও কেউ টেরও পায়নি কী ঘটতে চলেছে। একটা মৌমাছি কাড়ল প্রাণ। মুহূর্তে শোকের ছাড়া কাপুর পরিবারে। করিশ্মা কাপুরের কাছে পৌঁছে যান করিনা কাপুর। খোঁজ নেন অনেকেই। যদিও তাঁদের মধ্যে বৈবাহিক সূত্রে কোনও সম্পর্ক ছিল না। গত ১১ বছর ধরে তাঁরা আলাদাই থাকতেন। সঞ্জয় কাপুর ২০০৩ সালে অভিনেত্রী কারিশ্মা কাপুরকে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— সামাইরা ও কিয়ান। যদিও মাত্র ১১ বছর ছিল তাঁদের বৈবাহিক সম্পর্কের মেয়াদ।
তবে বিলাসবহুল জীবনযাপন থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে সঞ্জয় কাপুর ছিলেন পরিচিত। Sona Comstar-এর চেয়ারম্যান তিনি। যে সংস্থার মোট সম্পত্তি ৩১,০০০ কোটি টাকা। যদিও সঞ্জয় কাপুরের নিজের সম্পত্তির পরিমাণ নেহাতই কম নয়। ১০,৩০০ কোটি টাকা রেখে গিয়েছেন তিনি। এই সম্পত্তি পাচ্ছেন তাঁর বর্তমান স্ত্রী। উত্তরাধিকার সূত্রে তাঁর দ্বিতীয় পক্ষের পুত্রর চেয়ারম্যান হওয়া উচিত। তবে তার বয়স সবে মাত্র ৬ বছর। ফলে এখনই তা সম্ভব নয়। শোনা যাচ্ছে সঞ্জয়ের বোন ম্যানেজার পোস্ট দেখা শোনা করতে পারেন। যদিও করিশ্মা কিংবা তাঁর দুই সন্তানের সঙ্গে সঞ্জয়ের সংস্থার কোনও সম্পর্ক নেই।
২০১৬ সালে গিয়ে আইনি পথে আলাদা হয়ে যায় এই জুটি। যদিও সন্তানের দায়িত্ব নিতে কখনও অস্বীকার করেননি সঞ্জয়। বরং চেয়েছিলেন তাঁর সন্তানদের বড় হয়ে ওঠায় যেন কোনও সমস্যা না হয়। সেই কারণে ২০১৬ সালে ১৪ কোটি টাকর একটি বন্ড কিনেছিলেন তিনি। আবার ১০ লাখ টাকা করে পান করিশ্মা কাপুর, তাঁর সন্তানদের খরচ বাবদ। তবে সেই বিষয় কোনও খামতি থাকবে না বলেই জানানো হয়েছে সঞ্জয়ের পরিবার থেকে।