কেমো থেরাপি চলছে। ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী হিনা খান। স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়। কঠিন রোগের সঙ্গে লড়াই চালিয়ে জীবনকে আবারও স্বাভাবিক ছন্দে আনতে বদ্ধ পরিকর নায়িকা। কিন্তু অভিনেত্রীর সময়টা যে মোটেই ভাল যাচ্ছে না। শুধু ক্যানসার নয় অভিনেত্রীর শরীরে থাবা বসাল আরও এক রোগ।
নিজেই পোস্ট করে সে কথা জানিয়েছেন অভিনেত্রী। কেমো থেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় নতুন রোগ দানা বেঁধেছে হিনার শরীরে। জানা যাচ্ছে, মিউকোসাইটিসে আক্রান্ত অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করে অভিনেত্রী লেখেন,”কেমোথেরাপির আরও এক পার্শ্বপ্রতিক্রিয়া। ডাক্তাররা যা বলছেন সেটাই আমি মেনে চলছি। যদি কারও এই রোগের সম্পর্কে কোনও ধারণা থাকে,দয়া করে আমায় সমাধান বাতলে দিন।” সঙ্গে তিনি জানিয়েছেন এখন তাঁর এমন অবস্থা যে কোনও কিছু খেতে পারছেন না। মিউকোসাইটিস, এটা কী রোগ?
মিউকোসাইটিস এমন একটা রোগ যা কেমোথেরাপির চিকিত্সার ফলে হয়ে থাকে অনেকের। শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ এবং ক্ষতির কারণে হয়। যা মুখ, গলা, পাচনতন্ত্র এবং প্রজনন-সহ শরীরের বিভিন্ন অঙ্গে সমস্যার সৃষ্টি করে। ক্যানসার তার সঙ্গে আবার এই রোগ আরাও বেশি সমস্যা তৈরি করেছে হিনার শরীরে। তবে এই রোগ নিরাময় করা যায়। কিন্তু কিছু ক্ষেত্রে অবশ্য ভয়ও থেকে যায়। তাঁর এই পোস্ট একগুচ্ছ মন্তব্য ভরে গিয়েছে। ইন্ডাস্ট্রির প্রত্যেকে নায়িকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অভিনেত্রী শিল্পা শেট্টি থেকে মৌনি রায় প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই অসুস্থতার মাঝেও তিনি কিছু কিছু কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি বিজ্ঞাপনের কাজও করলেন হিনা।