AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গে কীভাবে প্রেম হল মধুমিতার? গল্প বললেন নায়িকা

Madhumita Sarcar: এই মুহূর্তে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁকে নিয়ে দর্শক মনে কৌতূহল কোনও দিনই কম ছিল না। তাই চলতি বছরের পুজোয় প্রেমের ঘোষণার পর নায়িকার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায়। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা।

ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গে কীভাবে প্রেম হল মধুমিতার? গল্প বললেন নায়িকা
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 11:29 AM
Share

এই মুহূর্তে টলিপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মধুমিতা সরকার। তাঁকে নিয়ে দর্শক মনে কৌতূহল কোনও দিনই কম ছিল না। তাই চলতি বছরের পুজোয় প্রেমের ঘোষণার পর নায়িকার প্রতি আগ্রহ অনেকটাই বেড়ে যায়। দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। একসঙ্গে নানা ধরনের ছবি পোস্ট করতে থাকেন অভিনেত্রী। কখনও ঘুরতে যাওয়ার ছবি। কখনও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত।

ইনস্টাগ্রামের পাতা ভরে গিয়েছে এই সব ছবিতে। কিন্তু দর্শক মনে অনেক দিনের প্রশ্ন দেবমাল্য এবং মধুমিতার প্রেম শুরু হল কী ভাবে? চম্পাহাটির মেয়ে অভিনেত্রী। সেখানেই বেড়ে ওঠা। তারপর স্নাতক পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। কলেজে পড়তে পড়তেই প্রথম সিরিয়ালে অভিনয়ের সুযোগ পান। প্রথম নায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গে প্রেম হয় সেখান থেকে বিয়েও করেন তাঁরা। যদিও সে সম্পর্ক ভেঙেছে অনেক দিন হল। আইনি পথেই আলাদা হয়েছেন তাঁরা।

মাঝে একাই বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতেন তিনি। কাজ আর ট্রাভেল ছাড়া জীবনে আর কিছু ছিল না মধুমিতার। কিন্তু জীবনে বিশেষ মানুষের খোঁজ ঠিক পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেবমাল্যর সঙ্গে প্রেমের কথা নিজেই ঘোষণা করেন নায়িকা। কী ভাবে প্রেম হল তাঁদের? অভিনেত্রী জানান দেবমাল্য তাঁর ছোটবেলার বন্ধু। তিনি বলেন, “দেবমাল্য আমার ছোটবেলার বন্ধু। বহু বছর ধরে আমরা পরস্পরকে চিনি। তারপরই মনে হল বন্ধুত্বকে আরও একধাপ এগোনো যায়। আমরা ভাল আছি।” না নায়িকা কবে বিয়ে করছেন? সে কথা অবশ্য এখনও জানা যায়নি। সেই দিনটি দেখার অপেক্ষায় অভিনেত্রীর অনুরাগীরা।